বুধবার, ১৮ আগস্ট, ২০২১, ১১:২৬:৫৫

প্রায় দেড় হাজার কোটি টাকা নিয়ে পালিয়েছেন আফগান প্রেসিডেন্ট

প্রায় দেড় হাজার কোটি টাকা নিয়ে পালিয়েছেন আফগান প্রেসিডেন্ট

দীর্ঘ ২০ বছর পর আফগানিস্তান দখলে নিয়েছে তালেবান। গত রবিবার কাবুল দখলের মাধ্যমে আফগানিস্তানের পূর্ণ নিয়ন্ত্রণ নিয়ে নেয় তালেবান। এবং ওই দিনই প্রচুর অর্থ-সম্পদ নিয়ে পরিবারসহ পালিয়ে যান আফগান প্রেসিডেন্ট আশরাফ গনি। আফগানিস্তান থেকে পালিয়ে বর্তমানে সংযুক্ত আরব আমিরাতে রয়েছেন আশরাফ গনি। 

তবে কি পরিমাণ অর্থ-সম্পদ নিয়ে তিনি নিয়ে গেছেন তা জল্পনা তৈরি হয়। অবশেষে বিবিসি এক প্রতিবেদনে জানিয়েছে, গত রবিবার আশরাফ ঘানি কাবুল ছেড়ে পালানোর সময় ১৬৯ মিলিয়ন মার্কিন ডলার (প্রায় এক হাজার ৪৩৫ কোটি ৬০ লাখ ১৯ হাজার ৩৪০ টাকা) সঙ্গে নিয়ে গেছেন। অন্যদিকে, রুশ বার্তা সংস্থা আরআইএ-এর তথ্যমতে, হেলিকপ্টারে জায়গা না হওয়ায় কিছু অর্থ ফেলে যেতে বাধ্য হন আশরাফ ঘানি।

এদিকে, বুধবার আমিরাতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র এক বিবৃতিতে বলেন, সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) পররাষ্ট্র এবং আন্তর্জাতিক সহযোগিতা মন্ত্রণালয় নিশ্চিত করে বলতে পারে ইউএই প্রেসিডেন্ট আশরাফ গনি এবং তার পরিবারকে মানবিক কারণে স্বাগত জানিয়েছে।’

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে