বৃহস্পতিবার, ১৯ আগস্ট, ২০২১, ০৫:৩৩:২২

তালেবান সদস্যকে ছু'রিকা'ঘা'ত, জবাবে গু'লিতে নিহ'ত ২

তালেবান সদস্যকে ছু'রিকা'ঘা'ত, জবাবে গু'লিতে নিহ'ত ২

আফগানিস্তানের স্বাধীনতা দিবসের মি'ছিল থেকে তালেবানের ওপর হা'ম'লার ঘ'টনা ঘ'টেছে। পা'ল্টা জবাবে তালেবান গু'লি চা'লালে দুইজন নিহ'ত হয়েছেন। বৃহস্পতিবার আফগানিস্তানের আসাদাবাদ শহরে এই ঘ'টনা ঘটে। 

আল জাজিজার খবরে বলা হয়েছে, আফগানিস্তানের সাধারণ জনগণ স্বাধী'নতা দিবস উপলক্ষ্যে মি'ছিল বে'র করে। এই মিছিল থেকে তালেবানের একজন সদস্যের ওপর ছু'রি'কা'ঘা'ত কর হয়। হা'ম'লার জ'বাবে তালেবান মি'ছি'লে প্র'কা'শ্যে গু'লি চা'লায়। এতে দুইজন নিহ'ত হয়। গু'লিতে আ'হ'ত হয়েছে অন্তত আটজন। 

১৯১৯ সালের ১৯ আগস্ট ব্রিটিশ নি'য়'ন্ত্রণ থেকে মু'ক্ত হয় তালেবান। এরপর থেকে প্রতিবছর এই দিনটি স্বাধীনতা দিবস হিসেবে পালন করে আসছে তারা। 

এর আগে গতকাল দেশটির গুরুত্বপূর্ণ শহর জালালাবাদে জাতীয় পতাকা উড়ানো নিয়ে তালেবানের গু'লিতে তিনজন নি'হ'ত হয়।তালেবানরা শহরের একটি গুরুত্বপূর্ণ স্কয়ার থেকে আফগানিস্তানের জাতীয় পতাকা স'রিয়ে নিজেদের পতাকা লা'গালে স্থানীয়রা বি'ক্ষো'ভ করে। সেখান থেকেই সং'ঘ'র্ষ ও পরে গু'লিতে তিন আফগান নিহ'ত হন।  

এছাড়া আফগানিস্তানের দক্ষিণের খো'স্ট শহরে বি'ক্ষো'ভ থা'মাতে তালেবান কা'র'ফি'উ জা'রি করেছে। আফগানিস্তানে জাতীয় পতাকা নিয়ে রাজধানী কাবুলেও বি'ক্ষো'ভ করছে সাধারণ মানুষ।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে