শুক্রবার, ২০ আগস্ট, ২০২১, ১২:৪৯:৫৮

এবার শঙ্কিত আফগানদের বাড়ি বাড়ি গিয়ে কাজে যোগ দিতে বলেছেন তালেবান

এবার শঙ্কিত আফগানদের বাড়ি বাড়ি গিয়ে কাজে যোগ দিতে বলেছেন তালেবান

কোন ভয় নেই, তোমরা কাজে যোগ দাও, তোমাদেরকে সবধরণের সহযোগিতা করা হবে- এমনটি প্রচার করছে তালেবানরা। এবার শঙ্কিত আফগানদের বাড়ি বাড়ি গিয়ে তাদের কাজে যোগ দিতে বলেছেন তালেবান সশস্ত্র সদস্যরা। বুধবার (১৮ আগস্ট) থেকে তারা এ কাজ শুরু করে বলে প্রত্যক্ষদর্শীরা জানায়।

এদিকে বার্তা সংস্থা রয়তার্সের বরাতে জানা যায়, রাজধানী কাবুল দখলের পর মঙ্গলবার প্রথম সংবাদ সম্মেলনে ক্ষতিগ্রস্ত অর্থনীতি পুনর্গঠন করতে চায় বলে জানিয়েছিল তালেবান। কিন্তু দেশটির অনেক নাগরিক তালেবানের এই আশ্বাসে ভরসা রাখতে পারছেন না; তারা কট্টর ইসলামি এই গোষ্ঠীর আবারও ক্ষমতায় ফেরা নিয়ে উদ্বিগ্ন। এরই ধারাবাহিকতায় আফগানিস্তানের সব সরকারি কর্মকর্তার জন্য সাধারণ ক্ষমা ঘোষণা করে তাদের ‘পূর্ণ আত্মবিশ্বাসের’ সঙ্গে কাজে ফেরার আহ্বানও জানায় তারা।

এক আফগান নাগরিক জানান, বুধবার সকালে সশস্ত্র তিন তালেবান সদস্য তাদের বাড়িতে হাজির হলে তিনি হতবম্ভ হয়ে পড়েন। তারা তার বিস্তারিত তথ্য জেনে নেয়, যে ত্রাণ সংস্থায় তিনি কাজ করতেন সে বিষয়ে খোঁজখবর নেয়, কত বেতন পেতেন তা জিজ্ঞেস করে। এরপর তাকে কাজে যোগ দিতে বলে যান।

অপরদিকে একাধিক আফগান বার্তাসংস্থা রয়টার্সকে জানায়, গত ২৪ ঘণ্টায় রাজধানী কাবুল থেকে দক্ষিণের লস্কর গা এবং উত্তরের মাজার-ই-শরিফে তালেবান অঘোষিত সফর করেছে। শাস্তির আশঙ্কায় ওই আফগানরা তাদের পুরো নাম জানাতে অস্বীকার করেছেন।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে