শুক্রবার, ২০ আগস্ট, ২০২১, ০৯:০২:৩২

আমেরিকাকে ঘাড় ধরে বার করার পরই প্রকৃত অর্থে স্বাধীনতা পেল আফগানিস্তান: তালিবান

আমেরিকাকে ঘাড় ধরে বার করার পরই প্রকৃত অর্থে স্বাধীনতা পেল আফগানিস্তান: তালিবান

প্রায় বিশ বছর পর এই প্রথম এমন একটি স্বাধীনতা উদযাপন করছে আফগান নাগিরিকরা। পুরো দেশ এখন তালেবানের দখলে। আর এমন পরিস্থিতিতে দেশের স্বাধীনতা দিবস পালনের সময় আফগান নাগরিকদের উপর গুলি চালাল তালিবান। ঘটনাস্থলে নিহত হয়েছেন দুই আফগান নাগরিক। গত বৃহস্পতিবার ঘটনাটি ঘটেছে আফগানিস্তানের আসাদাবাদে।

এদিকে সংবাদ সংস্থা আল জাজিরা-কে এক প্রত্যক্ষদর্শী জানান, দেশের ১০২তম স্বাধীনতা দিবস পালনে রাস্তায় জাতীয় পতাকা নিয়ে মিছিল করছিলেন আসাদাবাদের বাসিন্দারা। আচমকাই সেখানে হাজির হয় তালিবানরা। তার পরই ভিড় লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি চালাতে শুরু করে তারা। গুলিতে নিহত হন দু’জন। আহত হয়েছেন অন্ততপক্ষে ৮ জন।

দেশের স্বাধীনতা দিবস পালনে কাবুলের রাস্তাতেও জাতীয় পতাকা নিয়ে মিছিল করেন বহু মানুষ। তালিবানের বিরুদ্ধে আওয়াজ তোলেন তাঁরা। প্রতিবাদ বন্ধ করতে জোর করে সেখানে কার্ফু জারি করে দেয় তালিবান। জালালাবাদেও স্বাধীনতা দিবস পালনের সময় নাগরিকদের লক্ষ্য করে গুলি চালায় তালিবান। এই ঘটনায় এক কিশোর আহত হয়েছে।

প্রতি বছর ১৯ অগস্ট স্বাধীনতা দিবস পালন করে আফগানিস্তান। কিন্তু এ বছরের পরিস্থিতিটা সম্পূর্ণ ভিন্ন সে দেশে। আফগানিস্তানের বেশির ভাগ অঞ্চলই এখন তালিবানের দখলে। তাদের চোখরাঙানি উপেক্ষা করেই স্বাধীনতা দিবস পালন করতেই হামলার মুখে পড়তে হয়েছে আফগানবাসীদের।

তবে এই ব্যাপারে তালিবানের যুক্তি, আফগানিস্তানের স্বাধীনতা দিবস ছিল, কিন্তু স্বাধীন ছিল না দেশ। তবে আমেরিকাকে ঘাড় ধরে বার করার পরই প্রকৃত অর্থে স্বাধীনতা পেল এই দেশ। তালিবানের এই ব্যাখ্যার প্রতিবাদ জানিয়েছেন আফগানদের একাংশ।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে