শুক্রবার, ২০ আগস্ট, ২০২১, ১২:০৬:৪৬

এবার ভারতীয় দূতাবাসে তালিবানের হানা, তছনছ করে...

এবার ভারতীয় দূতাবাসে তালিবানের হানা, তছনছ করে...

ক্ষমতা নিজেদের হাতে আসতে না আসতেই এবার আফগানিস্তানে ভারতীয় দূতাবাসে হা'না দিল তালেবানরা। আফগানিস্তানে পালাবদল হতেই শুরু হয়েছে ভারত বিরো'ধী ষ'ড়য'ন্ত্র। আর এসবের নেপ'থ্যে রয়েছে পাকিস্তানের  গোয়ে'ন্দা সংস্থা আইএসআই। এবার বিশ্লেষকদের আশ'ঙ্কা সত্যি করে ভারতীয় দূতবাসে হা'না দিল তালিবারা।

জানা গিয়েছে, বুধবার কান্দাহার ও হেরাতের ভারতীয় কনসু'লেটগু'লিতে ত'ল্লা'শি চা'লায় তালেবরা। ওই দূতাবাসগুলির দপ্তরে ঢু'কে আলমারি ত'ছন'ছ করে কাগজপত্র স'ন্ধা'ন করে তারা। শুধু তাই নয়, দূতাবাসগুলিতে থাকা বেশ কয়েকটি গাড়ি তারা নিয়ে যায়। মনে করা হচ্ছে, পাকিস্তানের উ'সকা'নিতেই এই হা'না দিয়েছে তালেবানরা। সেদেশে ভারতের কার্যকলাপ ও পরিকল্পনার হদিশ পেতেই এই ত'ল্লা'শি অভি'যান তালিবানের বলে মনে করছেন প্রতির'ক্ষা বিশ্লেষকরা।

এদিকে, রাজধানী কাবুলের ঘরে ঘরে ত'ল্লা'শি চা'লা'চ্ছে তালিবান । তাদের উদ্দেশ্য মার্কিন ও ন্যাটো বাহি'নীর সঙ্গে যাঁরা কাজ করেছিলেন সেই আফগান নাগরিকদের খুঁ'জে বের করা। এছাড়া, মার্কিন ম'দ'তপু'ষ্ট আশরফ ঘানি সরকারের গোয়ে'ন্দা সংস্থা ‘ন্যাশনাল ডি'রে'ক্টরেট অফ সি'কি'উরি'টি’-র কর্মীদের হ'ন্য হয়ে খুঁ'জছে জে'হা'দিরা। ফলে মুখে সবাইকে ক্ষমা করার কথা বললেও বাস্তবে ঠিক তার উ'লটো পথেই হাঁটছে তালিবান তা স্প'ষ্ট। তাছাড়া, বিগত দুই দশকে আফগানিস্তান ভারতের অন্যতম মিত্র দেশ হয়ে ওঠেছিল। সেদেশ থেকে স'ন্ত্রা'সবা'দীদের কার্যকলাপ অনেকটাই হ্রাস পায়। স্বাভাবিকভাবেই এতে অনেকটা ব্যা'কফু'টে চলে যায় পাকিস্তান। কিন্তু পরিবর্তিত পরিস্থিতিতে গণতান্ত্রিক সরকারের প'ত'নের পর কাবুলের মসনদে বসেছে পাকিস্তান ঘনি'ষ্ট তালিবান। কাবুলে প্রবেশ করেছে লস্কর, জইশের মতো ভারতবি'রো'ধী জে'হা'দি দল।

বলে রাখা ভাল, কাবুলের দূতাবাস ছাড়া আফগানিস্তানে চারটি কনসুলেট রয়েছে ভারতের। সেগুলি হল-কান্দাহার, হেরাত, মাজার-ই-শরিফ ও জালালাবাদ। কাবুলের পতনের আগেই কান্দাহার, হেরাত ও জালালাবাদের কনসুলেট থেকে থেকে কর্মীদের ফিরিয়ে আনে ভারত। চলতি সপ্তাহে আশরফ ঘানি সরকারের পতন হওয়ার পর কাবুল থেকে ভারতীয় বা'য়ুসে'নার দুটি সি-১৭ বিমানে ভারতীয় দূতাবাসের কর্মী ও নিরাপত্তার'ক্ষীদের ফিরিয়ে আনা হয়।-সংবাদ প্রতিদিন

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে