শুক্রবার, ২০ আগস্ট, ২০২১, ০৭:৩৫:৪৩

ভারতীয় দুটি দূতাবাসে তালেবানের হা'মলা

ভারতীয় দুটি দূতাবাসে তালেবানের হা'মলা

আফগানিস্তানে ভারতীয় দুইটি কনস্যু'লেটে হা'মলা চালিয়েছে তালেবানরা। হেরাত ও কান্দাহরের দুটি ভবনে হা'মলা চা'লানো হয়েছে। ভারতীয় দূতাবাসের কর্মীরা যদিও এ হা'মলার অভি'যোগ অ'স্বী'কার করেছেন।

খবরে জানা গিয়েছে, কান্দাহার এবং হেরাতে ভারতীয় দূতাবাসে ল'ন্ডভ'ন্ড করেছে তালেবান।  কান্দাহারে তালা ভে'ঙে সব গুরুত্বপূর্ণ ন'থি লু'টপা'ট করা হয়েছে। দুইটি কনস্যুলেট থেকে গাড়ি লু'ট করা হয়েছে।  নাম প্র'কাশে অনি'চ্ছুক এক উধ্বর্তন কর্মকর্তা বলেন, ‘এমনটা যে হবে, তা আগেই টে'র পেয়েছিলাম আমরা।’

এদিকে কাবুল দূতাবাসের কর্মীরা জানিয়েছেন, এ রকম কিছু ঘ'টেইনি। আফগানিস্তানে মোট চারটি দূতাবাস রয়েছে ভারতের। কাবুল, হেরাত, কান্দাহার এবং মাজার-ই-শরিফে। কিন্তু চারটির কোনটিতেই তালেবানদের প্রবেশের কোনও খবর নেই বলে দা'বি করেছেন কাবুল দূতাবাসের ওই কর্মীরা।

এদিকে একদিন আগেই কাতার থেকে তালেবানের রাজনৈতিক শাখার প্রধান আব্বাস স্তানিকজাই বার্তা দিয়েছিলেন যে, ভারত দূতাবাস খালি করে দিক, তা চান না তারা। যদিও চলতি সপ্তাহের শুরুতেই দু’-দু’টি বিমান পাঠিয়ে কাবুল থেকে দূতাবাসের কর্মীদের স'রিয়ে আনে দিল্লি। তবে দিল্লি বলছে, খবর এখনও এক হাজারের বেশি ভারতীয় আফগানিস্তানের বিভিন্ন জায়গায় আ'ট'কে রয়েছেন।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে