আন্তর্জাতিক ডেস্ক : সমাবেশ থেকে বের করে দেয়া মুসলিম নারীর কাছে যুক্তরাষ্ট্রের রিপাবলিকান দলের প্রেসিডেন্ট পদপ্রার্থী ডোনাল্ড ট্রাম্পকে ক্ষমা চাওয়ার আহ্বান জানিয়েছে কাউন্সিল অন আমেরিকান-ইসলামিক রিলেশন্স (কাইর)।
শনিবার এক বিবৃতিতে সংগঠনটি এ আহ্বান জানিয়েছে।
শুক্রবার রাতে সাউথ ক্যারোলিনার রোড হিলে সমাবেশ করেন ট্রাম্প। ওই সমাবেশে উপস্থিত হয়েছিলেন রোজ হামিদ নামে এক মুসলমান নারী। হিজাব পরিহিত ফ্লাইট অ্যাটেন্ডেন্ট রোজ একটি টি-শার্ট পরে বসেছিলেন সমাবেশে।
এতে লেখা ছিল- ‘সালাম, আমি শান্তির জন্য এসেছি’। সমাবেশে ট্রাম্প যখন সিরিয়া থেকে প্রাণ বাঁচাতে যুক্তরাষ্ট্রে পালিয়ে আসা মানুষদের আইএস জঙ্গিদের সমর্থক বলছিলেন তখন রোজ নীরবে দাঁড়িয়ে তার প্রতিবাদ জানান।
এ সময় পাশে বসে থাকা লোকজন রোজকে বিদ্রুপ করতে থাকলে তিনিও পাল্টা জবাব দিচ্ছিলেন। পরে নিরাপত্তারক্ষীরা সমাবেশ থেকে তাকে বের করে দেয়।
প্রসঙ্গত, এর আগে ট্রাম্প মুসলমানদের যুক্তরাষ্ট্রে প্রবেশ নিষিদ্ধের দাবি জানিয়েছিলেন।
কাইরের পক্ষ থেকে বলা হয়, সাউথ ক্যারোলিনায় র্যালি থেকে রোজ হামিদকে বের করে দেওয়া আমেরিকান মুসলমানদের হতাশাজনক বার্তা দিয়েছে।
এতে বলা হয়, রোজ হামিদের কাছে ট্রাম্পের ক্ষমা চাওয়া উচিৎ। সেই সঙ্গে তাকে একটি পরিষ্কার বিবৃতি দিতে হবে যে, অন্যান্য নাগরিকের মতো আমেরিকান মুসলমানরাও জাতীয় রাজনৈতিক ব্যবস্থায় অংশ নিতে স্বাগত।
১১ জানুয়ারি ২০১৬/এমটিনিউজ২৪ডটকম/এসএম/ডিআরএ