শনিবার, ২১ আগস্ট, ২০২১, ০২:১৯:২৬

প্রয়োজনবোধে যুক্তরাজ্য তালেবানের সঙ্গে কাজ করবে: বরিস জনসন

প্রয়োজনবোধে যুক্তরাজ্য তালেবানের সঙ্গে কাজ করবে: বরিস জনসন

আগের অবস্থান থেকে অনেকটা নমনীয় হয়ে এবার মুখ খোললেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী বরিস জনসন। আফগানিস্তানের জন্য সমাধান বের করতে যুক্তরাজ্য চেষ্টা চালিয়ে যাবে বলে জানান তিনি। প্রয়োজনবোধে যুক্তরাজ্য তালেবানের সঙ্গে কাজ করবে বলেও তিনি জানিয়েছেন।

গত শুক্রবার লন্ডনে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে বরিস জনসন এ কথা বলেন। তিনি বলেন, আমি জনগণকে আশ্বস্ত করে যা বলতে চাই তা হচ্ছে, আফগানিস্তান সমস্যার একটি সমাধান খুঁজে বের করতে আমাদের রাজনৈতিক ও কূটনৈতিক প্রচেষ্টা, তালেবানের সঙ্গে কাজ করা, অবশ্যই যদি প্রয়োজন হয় তাহলে চলবে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে