শনিবার, ২১ আগস্ট, ২০২১, ০৯:৫৯:০৬

যুক্তরাষ্ট্র মাথার দাম নির্ধারণ করেছিল ৪৩ কোটি, দেখা মিলল কাবুলের রাস্তায়

 যুক্তরাষ্ট্র মাথার দাম নির্ধারণ করেছিল ৪৩ কোটি, দেখা মিলল কাবুলের রাস্তায়

যুক্তরাষ্ট্রের দুর্ধর্ষ গোয়েন্দারা যার খোঁজে আকাশ-পাতাল এক করে ফেলেছিলেন, সেই খলিল হাক্কানির খোঁজ মিলেছে।
ডেইলি মেইলের খবরে বলা হয়েছে, খলিল হাক্কানি আমেরিকার ‘মোস্ট ওয়ান্টেড’-এর তালিকায় ছিলেন। যুক্তরাষ্ট্র তার মাথার দাম নির্ধারণ করেছিল ৪৩ কোটি টাকা।

হাক্কানি নেটওয়ার্কের এই নেতা দীর্ঘ দিন আত্মগোপনে ছিলেন। গত রোববার তালেবান কাবুল দখল করার পর তিনি প্রকাশে এসেছেন। সম্প্রতি কাবুলের এক মসজিদে তাকে দেখা গেছে। খবরে আরও বলা হয়েছে, তালেবান আফগানিস্তান দখল করতেই আড়াল থেকে দল সামলানো মাথাগুলো একে একে প্রকাশ্যে আসতে শুরু করেছে। 

আফগানিস্তানে সবচেয়ে দুর্ধ'র্ষ জি'হাদী আন্দোলন হা'ক্কানি নেটওয়ার্ক। তারা কোনো একক, বিচ্ছি'ন্ন গো'ষ্ঠী নয়; তারা তালেবানেরই অবিচ্ছে'দ্য অংশ। হাক্কানি গো'ষ্ঠী তালেবানের হয়ে আফগানিস্তানে দীর্ঘ কয়েক দশক ধরে অর্থ সংগ্রহের কাজ করে। এই অর্থ সংগ্রহের দায়িত্বে থাকা প্রধান ব্যক্তি খলিল।

তালেবানের বর্তমান প্রধান মোল্লা হায়বাতুল্লাহ আখুনজাদার তিন উপ-প্রধানের অন্যতম সিরাজউদ্দিন হাক্কানি। খলিল সিরাজউদ্দিন হাক্কানির চাচা। আল-কায়দার সঙ্গে তার ঘনিষ্ঠ সম্পর্ক থাকার অভিযোগ রয়েছে। যুক্তরাষ্ট্র ২০১১ সালে তাকে বিশ্বের ‘মোস্ট ওয়ান্টেড’-এর তালিকাভুক্ত করে। 

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে