রবিবার, ২২ আগস্ট, ২০২১, ০৬:৩৩:৩৭

কাবুল বিমানবন্দরের বিশৃঙ্খলা নিয়ে যা বলছে তালেবান

কাবুল বিমানবন্দরের বিশৃঙ্খলা নিয়ে যা বলছে তালেবান

আফগানিস্তানের রাজধানী কাবুল থেকে হাজার হাজার আফগান এবং বিদেশিদের সরিয়ে নেওয়ার সময় সৃষ্ট বিশৃঙ্খলার দায় যুক্তরাষ্ট্রের ওপর চাপিয়েছে তালেবান। 

তালেবানের একজন মুখপাত্র বলেছেন, এসব মানুষকে বের করে নেওয়ার জন্য পশ্চিমা দেশগুলোর আরো ভালো পরিকল্পনা থাকা উচিত ছিল।

তালেবানের কর্মকর্তা আমির খান মুতাকি বলেন, সর্বশক্তি এবং সুবিধা নিয়েও কাবুল বিমানবন্দরে শৃঙ্খলা আনতে ব্যর্থ হয়েছে আমেরিকা। দেশজুড়ে শান্তি এবং শান্ত পরিবেশ বিরাজ করছে। কিন্তু শুধুমাত্র কাবুল বিমানবন্দরেই বিশৃঙ্খলা।

এদিকে বিশৃঙ্খল কাবুল বিমানবন্দরে নতুন নির্দেশনা জারি করেছেন আফগানিস্তানের তালেবান যোদ্ধারা। বিমানবন্দরের প্রধান ফটকের বাইরে লোকজন যাতে সুশৃঙ্খলভাবে সারিবদ্ধ হতে পারে, তা নিশ্চিত করতে এমন নির্দেশনা দেওয়া হয়েছে।  

বিমানবন্দরের চৌহদ্দীর বাইরে লোকজনকে জড়ো হওয়ার অনুমোদন দিচ্ছে না তালেবান। এ সময় তালেবানরা বিমানবন্দরের বাইরে ভিড় কমাতে ফাঁকা গু'লিবর্ষণ করেন। এতে কোনো হ'তাহ'তের ঘটনা ঘটেনি।
 
শনিবার রাতে অস্ট্রেলিয়ার চারটি বিমানে করে নিউজিল্যান্ড, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও অস্ট্রেলিয়ার তিন শতাধিক নাগরিক কাবুল ত্যাগ করেন।

বার্তা সংস্থা এপি জানিয়েছে, দেশ ছাড়তে আফগানরা বিমানবন্দরে জড়ো হওয়ার পর সৃষ্ট বিশৃঙ্খলার কারণে সাতজন নিহত হয়েছেন বলে স্বীকার করেছে ব্রিটিশ সামরিক বাহিনী।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে