মঙ্গলবার, ২৪ আগস্ট, ২০২১, ১১:০৪:২০

গোলাগুলি কাবুল বিমানবন্দরে, মার্কিন ও জার্মানির সেনাদের ওপরও গুলিবর্ষণ

 গোলাগুলি কাবুল বিমানবন্দরে, মার্কিন ও জার্মানির সেনাদের ওপরও গুলিবর্ষণ

আবারো হঠাৎ উত্তেজনাকর পরিস্থিতি তৈরি হলো কাবুল বিমানবন্দরে। গুলাগুলির ঘটনায় চরম বিশৃঙ্খলার সৃষ্টি হয়। গত সোমবার সকালে কাবুল বিমানবন্দরের উত্তর গেটে আফগান নিরাপত্তারক্ষী ও অজ্ঞাতপরিচয় দুষ্কৃতকারীদের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটে।

এ সময় মার্কিন ও জার্মানির সেনারা ঘটনাস্থলে গেলে তাদের ওপরও গুলিবর্ষণ করা হয়। এতে এক আফগান নিরাপত্তারক্ষী নিহত ও এক মার্কিন সেনাসহ তিনজন আহত হয়েছেন। খবর রয়টার্সের।

মার্কিন সেনা আহত হওয়ার খবরটি তাৎক্ষণিকভাবে জানানো হয়নি। পরে জার্মান সেনার টুইটার হ্যান্ডেল থেকে এ ঘটনাটি সামনে আনা হয়েছে।হামিদ কারজাই বিমানবন্দরে আইএস হামলা নিয়ে আশঙ্কার মধ্যে এ ঘটনায় উত্তেজনা ছড়িয়েছে।

জার্মান সেনার টুইটার হ্যান্ডেল থেকে জানানো হয়েছে, কাবুল বিমানবন্দরের উত্তর দিকের গেটে হঠাৎ করে ওই গোলাগুলি শুরু হয়। ঘটনায় এক আফগান নিরাপত্তারক্ষী নিহত হন। আহত হয়েছেন তিনজন। তাদের মধ্যে একজন আমেরিকান সেনাও রয়েছে। জার্মান সেনা টুইটবার্তায় আরও জানিয়েছেন, তাদের কোনো সেনা আহত হননি ওই ঘটনায়।

আমেরিকার প্রতিরক্ষা মন্ত্রণালয় রোববার জানিয়েছে, কাবুল বিমানবন্দরে হামলার হুমকি দিয়েছে জঙ্গি সংগঠন আইএস। আইএসের হুমকির খবর ছড়িয়ে পড়তেই আতঙ্ক ছড়িয়েছিল আফগানিস্তানের রাজধানী কাবুলের বিমানবন্দরে। তার মধ্যেই ঘটে গেল এ ঘটনা।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে