মঙ্গলবার, ২৪ আগস্ট, ২০২১, ০১:৩৩:৫৩

তালেবানকে মেনে না নেওয়ার খেসারত দিতে হচ্ছে পাঞ্জশিরবাসীকে!

তালেবানকে মেনে না নেওয়ার খেসারত দিতে হচ্ছে পাঞ্জশিরবাসীকে!

আফগানিস্তান নিয়ন্ত্রণে নিলেও এখনও তালেবানের দখলে আসেনি দেশটির পাঞ্জশির প্রদেশ। তবে গতকাল সোমবার পাঞ্জশির দখলে তাদের কয়েকশ যোদ্ধাকে পাঠানো হয়েছে। এরইমধ্যে তালেবান যোদ্ধারা পাঞ্জশির ঘিরে ফেলেছে। এএফপির এক প্রতিবেদনে বলা হয়েছে, স্থানীয় সরকারি কর্মকর্তারা শান্তিপূর্ণভাবে তালেবানের হাতে নিয়ন্ত্রণ দিতে অস্বীকৃতি জানানোর পর পাঞ্জশিরে তালেবান যোদ্ধাদের পাঠানো হয়।

প্রয়াত তালেবানবিরোধী নেতা আহমদ শাহ মাসউদের ছেলে আহমদ মাসুদের সঙ্গে আলোচনার প্রস্তাবও দিয়েছে তালেবান। তবে তার সঙ্গে আলোচনা হলেও তা ফলপ্রসূ হয়নি। এমতাবস্থায় পাঞ্জশিরে জারি রয়েছে প্রতিরোধ। তালেবান বাহিনী খাবার ও জ্বালানি সরবরাহ বন্ধ করে দিয়েছে। এর ফলে তালেবানকে মেনে না নেওয়ার খেসরাত দিতে হচ্ছে পাঞ্জশিরের সাধারণ মানুষকে। সংঘাতের ভয়ে সেখানকার নারী-শিশুরা পাহাড়ে আশ্রয় নিতে বাধ্য হয়েছে।

এদিকে তালেবানবিরোধী নেতা আমরুল্লাহ সালেহ টুইট করে লেখেছেন, আন্দারব উপত্যকায় খাবার এবং জ্বালানি আসতে দিচ্ছে না তালেবান। এখানে লোকজন মানবেতর জীবনযাপন করছেন। হাজার হাজার নারী ও শিশু পাহাড়ে আশ্রয় নিতে বাধ্য হয়েছে।

তিনি বলেন, ‘গত দুদিন ধরে তালেবানরা শিশু এবং বৃদ্ধদের অপহরণ করে তাদের ঢাল হিসেবে ব্যবহার করছে। এভাবেই তারা বিভিন্ন বাড়িতে তল্লাশি চালাচ্ছে।’

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে