বুধবার, ২৫ আগস্ট, ২০২১, ০১:২৭:২৩

জাতিসংঘে তালেবানের উদ্দেশে যে বা'র্তা দিল ভারত

জাতিসংঘে তালেবানের উদ্দেশে যে বা'র্তা দিল ভারত

জাতিসংঘের মা'ন'বাধি'কার কমিশনের বিশেষ বৈঠকে আফগানিস্তান পরিস্থি'তি উ'ত্থা'পন করলো ভারত। ভারতের পক্ষ থেকে পরোক্ষ ভাবে তালেবানকে বা'র্তা দেওয়া হয় বৈঠকে। 

বৈঠকে বলা হয়, 'ভারত আশা করছে যে আফগানিস্তান প্রতিবেশী দেশের জন্য মাথা ব্য'থার কারণ হয়ে উঠবে না। আশা করা হচ্ছে যে আফগান মাটি ব্যবহার করে প্রতিবেশী দেশে হা'ম'লা চালাবে না ল'স্ক'র-ই-তৈ'বা, জ'ই'শ-ই'-ম'হ'ম্ম'দের মতো জ'ঙ্গি সং'গঠ'নগুলি।'

ভারত জানিয়েছে আফগানিস্তানের বর্তমান পরি'স্থি'তি ‘খুবই উ'দ্বে'গজ'নক’।
মঙ্গলবার বৈঠকে জাতিসংঘে নিযু'ক্ত ভারতের রাষ্ট্রদূত ইন্দ্রা মানি পান্ডে বলেন, আফগানিস্তান একটি কবরে পরি'ণত হয়েছে। পু'রো দেশটিতে মানবিক সং'ক'ট চ'র'ম আ'কা'র ধা'রণ করেছে। দেশটির সবাই এখন খুবই উ'দ্বে'গে'র মধ্যে দিন কা'টা'চ্ছে। এখন দেশটিতে স'হিং'স'তা ও মৌলিক অধি'কার নিয়ে শং'কি'ত আফগান জনগণ। 

এদিকে, আফগানিস্তান ই'স্যু'তে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে কথা বলেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সূত্র: হিন্দুস্তান টাইমস।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে