বৃহস্পতিবার, ২৬ আগস্ট, ২০২১, ১০:৪২:৫৭

মা-বোনেদের উপর অত্যাচার বরদাস্ত নয়: মমতা

মা-বোনেদের উপর অত্যাচার বরদাস্ত নয়: মমতা

রাজ্যের মহিলাদের উপর অত্যাচারের কোনও ঘটনা ঘটলেই পুলিশকে কড়া ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । সরাসরি কারও নাম না করলেও মুখ্যমন্ত্রী বুঝিয়ে দেন, বিরোধীরা রাজ্যেক বদনাম করতে চক্রান্ত করতে পারে। তাই সব সময় এ বিষয়ে সতর্ক থাকতে হবে। 

তিনি বলেন, “তফশিলি, আদিবাসী মা-বোনেদের উপর অত্যাচার হলে ব্যবস্থা নিতে হবে। কোনও ঘটনা যাতে না ঘটে সেদিকেও নজর দিতে হবে। কারণ, শকুনিরা চারিদিকে চক্রান্ত করবেই। আমাদের অ্যালার্ট থাকতে হবে।” এরপরই রাজ্যের ডিজি বীরেন্দ্রকে তাঁর নির্দেশ, “কোনও অ্যাট্রেসিটিস হলে, এনকোয়ারি করে যদি দেখেন এটা সত্যি তাহলে স্ট্রং অ্যাকশন নেবেন। আমার কাউকে বাঁচানোর কোনও ব্যাপার নেই।”

বুধবার নবান্নে সিডিউল কাস্ট অ্যাডভাইজারি কাউন্সিলের বৈঠক করেন মুখ্যমন্ত্রী। সেখানে তফশিলি জাতিদের উন্নয়নে কিভাবে দলীয় বিধায়করা কাজ করবেন, তার রূপরেখাও ঠিক করে দেন মুখ্যমন্ত্রী। এদিন বৈঠকে উপস্থিত ছিলেন বিধায়ক মনোরঞ্জন ব্যাপারী। তাঁর অনুরোধে মুখ্যমন্ত্রী বলাগড়ে দিলত সাহিত্য অ্যাকাডেমির শাখা করারও নির্দেশ দেন। সাঁওতালি, লেপচা, গোর্খা অ্যাকাডেমি মুখ্যমন্ত্রীর অনেকগুলি বই অনুবাদ করেছে। দলিত সাহিত্য অ্যাকাডেমিকেও তা করার জন্য মনোরঞ্জনবাবুকে বলেন মুখ্যমন্ত্রী।-সংবাদ প্রতিদিন

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে