শুক্রবার, ২৭ আগস্ট, ২০২১, ১১:৪৯:২৫

রাস্তায় লাশের স্তূপ, ভাসছে অসংখ্য লাশ, গুলির লড়াইও চলছে!

রাস্তায় লাশের স্তূপ, ভাসছে অসংখ্য লাশ, গুলির লড়াইও চলছে!

ভয়াবহ আত্মঘাতী বিস্ফোরণে রক্তে ভাসল কাবুল বিমানবন্দর। বিভিন্ন দেশের গোয়েন্দাদের আশঙ্কা সত্যি প্রমাণিত হলো। বৃহস্পতিবার গভীর রাতে বিস্ফোরণের দায় নিয়েছে ইসলামিক স্টেট (আইএস)। এর আগে তালেবানও এক বিবৃতি দিয়ে দাবি করে, এই হামলা আইএসেরই কাজ। বৃহস্পতিবার স্থানীয় সময় সন্ধ্যা সাড়ে ছ’টা নাগাদ বিমানবন্দরের কাছে পর পর দু’টি আত্মঘাতী বিস্ফোরণে শিশু-সহ অন্তত ৯০ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে রয়েছেন ১৩ জন আমেরিকান সেনা। জখম হয়েছেন দেড় শ'রও বেশি।

বিস্ফোরণের পরে বিভিন্ন টিভি চ্যানেলের ভিডিয়ো ফুটেজে দেখা গিয়েছে, রাস্তায় লাশের স্তূপ, বিমানবন্দরের বাইরের পরিখায় অসংখ্য লাশ ভাসছে। পরে বিমানবন্দরের কাছে ফের একটি বিস্ফোরণ হয়। রাতে বিভিন্ন সূত্রে দাবি করা হয়, বিস্ফোরণ হয়েছে অন্তত ৬টি। গুলির লড়াইও চলছে বলে খবর।

প্রথম বিস্ফোরণটি হয় হামিদ কারজাই আন্তর্জাতিক বিমানবন্দরের ‘অ্যাবি গেটের’ সামনে। এই ফটক দিয়েই এখন বিমানবন্দরের ভিতরে ঢুকছেন দেশ ছাড়ার অনুমতি পাওয়া মানুষেরা। দ্বিতীয় বিস্ফোরণটি হয় বিমানবন্দরের খুব কাছেই ব্যারন হোটেলের সামনে। এই হোটেলে এখন ব্রিটিশ নাগরিকেরা রয়েছেন। বিমানবন্দরের সামনে বিস্ফোরণের পরে একাধিক দুষ্কৃতিকারীরা সেখানে এলোপাথাড়ি গুলি চালাতে শুরু করে। তাতেও অনেকে জখম হন।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে