আন্তর্জাতিক ডেস্ক : পশ্চিম আফ্রিকার দেশ মালির তরুণরা এক নতুন খেলায় মেতে উঠেছেন। তাদের এই রোমাঞ্চকর কসরত অবাক বিস্ময়ে দেখছে বিশ্ববাসী। দেশটির রাজধানী বামাকোতে প্রতি রোববার শত শত বাইকার জড়ো হয়ে 'বাইক স্টান্ট' দেখায়। মোটরবাইক নিয়ে তরুণদের দেখানো এই খেলা একটা নতুন চল শুরু হয়েছে।
আর তা উপভোগ করেন হাজার হাজার দর্শক। গণমাধ্যমের কল্যাণে এই নতুন খেলা দেখছেন বিশ্ববাসী। বামাকোর উপকণ্ঠে এক জায়গার নাম টিটিবুগু। এখানেই প্রতি সপ্তাহে বসে বাইকারদের মেলা। সেকু বাথিলি একজন বাইকার। দর্শকরা তাকে খুবই পছন্দ করে। কারণ, তার নাকি কোন ভয়ডর নেই।
বিবিসিকে তিনি বলেন, মালির তরুণরা এখন নানা বিষয় নিয়ে টেনশন করে। এই বাইক স্টান্ট-এ এসে অন্তত কিছুক্ষণের জন্য তারা সেই টেনশন ভুলে যায়। মালিতে মোটরসাইকেলকে স্থানীয়ভাবে ডাকা হয় 'জাকার্তা' নামে।
যারা এই অনুষ্ঠানে অংশ নেন তাদের মনে সবসময় ভয় যে কোনও সময়ে পুলিশ এসে তাদের ধরবে এবং তাদের জাকার্তা আটক করবে। এসব স্টান্ট শো-গুলিতে পুরুষদের সংখ্যাই বেশি।
কখনোও কখনও নারী বাইকাররাও তাদের স্টান্ট দেখিয়ে থাকেন। তবে দর্শকদের সারিতে তাদের সংখ্যা মোটেই কম না।
এসব কসরত দেখানোর সময় বাইকাররা অনেক সময় জীবনের ঝুঁকিও নিয়ে থাকে। আর সূর্য যখন ডুবতে থাকে আর কমতে থাকেন গরম, তখন দামী মোটরসাইকেল নিয়ে আসরে হাজির হয় সেরা বাইকাররা।
১১ জানুয়ারি ২০১৫/এমটিনিউজ২৪/সৈকত/এমএস