সোমবার, ১১ জানুয়ারী, ২০১৬, ১১:৫০:০৯

তুলির আঁচড়ে আঁকা সেই বিখ্যাত ছবি রূপ নিল বাস্তবে

তুলির আঁচড়ে আঁকা সেই বিখ্যাত ছবি রূপ নিল বাস্তবে

আন্তর্জাতিক ডেস্ক : বিখ্যাত চিত্রশিল্পী ভ্যান গগের তুলির আঁচড়ে ফুটিয়ে তুলেছিলেন  ‘দ্য স্টারি নাইট’। তার অন্যতম সেরা পেইন্টিং দেখা গেছে বাস্তবে। ছবিটির অনুরূপ একটি চিত্র ফুটে উঠেছে তাইওয়ানের কিলাংয়ের একটি পার্কের সবুজ প্রান্তরে।

পার্কের ৪৩ হাজার বর্গফুট জায়গার উপর বিখ্যাত স্টারি নাইট ঝলমল করা এ চিত্রকর্মটি নির্মিত হয়েছে চার লাখ প্লাস্টিকের বোতল দিয়ে।

সমগ্র তাইওয়ান থেকে সংগ্রহ করা বোতলগুলো ব্যবহারের আগে পরিষ্কার ও জীবাণুমুক্ত করে নেওয়‍া হয়। দ্য স্টারি নাইট চিত্রটির রেপ্লিকা তৈরি করতে সময় লেগেছে প্রায় ছয়মাস।

কিলাং পার্কের প্রতিষ্ঠাতা চেন চেন ফেং জানান, ভ্যান গগের ‘স্টারি নাইটের’ অনুরূপ এ আটওয়ার্ক তৈরির কারণ পরিবেশ রক্ষা ও শিল্প প্রচারের  গুরুত্বের ওপর জোর দিতে সবাইকে আহ্বান করা।
১১ জানুয়ারি ২০১৫/এমটিনিউজ২৪/সৈকত/এমএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে