সোমবার, ৩০ আগস্ট, ২০২১, ০১:৫৫:৩২

তালেবান ইস্যুতে কাশ্মীর নিয়ে ভয় পাওয়ার কোনো কারণ নেই: ভারতীয় সেনা কর্মকর্তা

তালেবান ইস্যুতে কাশ্মীর  নিয়ে ভয় পাওয়ার কোনো কারণ নেই: ভারতীয় সেনা কর্মকর্তা

ভারতীয় সেনাবাহিনীর ১৫ কর্পসের জেনারেল অফিসার কমান্ডিং লেফটেন্যান্ট জেনারেল ডিপি পাণ্ডে বলেছেন, কাশ্মীরের নিরাপত্তা পুরোপুরি আমাদের নিয়ন্ত্রণে রয়েছে। এ নিয়ে ভয় পাওয়ার কোনো কারণ নেই।

ভারতের জাতীয় ক্রীড়া দিবস উপলক্ষ্যে রোববার কাশ্মীর স্টেডিয়ামে কাশ্মীর প্রিমিয়ার লিগ ক্রিকেট টুর্নামেন্টের আয়োজন করা হয়েছিল। সেখানেই প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাণ্ডে। খবর আনন্দবাজার পত্রিকার।

এ সময় তিনি বলেন, কাশ্মীর সম্পূর্ণ সুরক্ষিত। তাই তালেবান নিয়ে অযথা ভয় পাওয়ার কারণ নেই। দিন কয়েক আগে তিনি দাবি করেছিলেন, তালিবরা যদি ভারতের সীমান্তে এসেও পড়ে, তবে তাদের এলওসির দুর্ভেদ্য প্রাচীরের মোকাবিলা করতে হবে।

ভারতীয় সেনাবাহিনীর এ ধরনের আক্রমণ প্রতিহত করতে সক্ষম। তাই তালেবানরা চাইলেই কিছু করতে পারবে না। কাশ্মীরে তালেবানদের থেকে কোনো বিপদের আশঙ্কা নেই, আশ্বস্ত করলেন ভারতীয় এ সেনা কর্মকর্তা।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে