আন্তর্জাতিক ডেস্ক : পাঠানকোট হামলায় আটকে গেল পাক-ভারত শান্তুি প্রক্রিয়া! দেশ দু'টির পররাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠক নিয়ে আচমকাই সংশয় তৈরি হয়েছে। মূলত ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভালের একটি সাক্ষাত্কারে এমন ইঙ্গিত দিয়েছেন। দৈনিক ভাস্কর সংবাদপত্র দাবি করেছে, ভারত পনেরোই জানুয়ারির পররাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠক বাতিল করেছে। যতদিন পর্যন্ত না পাঠানকোটে ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে পাকিস্তান যথাযথ ব্যবস্থা নিচ্ছে এবং ভারত তাতে সন্তুষ্ট হচ্ছে ততদিন পর্যন্ত শান্তি আলোচনা চালানোর কোনও মানেই হয়না। তবে এধরনের কোনও সাক্ষাত্কার দেওয়ার কথা তাঁর মনে নেই বলে দাবি করেছেন অজিত ডোভাল। জাতীয় নিরাপত্তা উপদেষ্টাকে উদ্ধৃত করে অন্য একটি সংবাদমাধ্যম আবার জানিয়েছে, ইসলামাবাদ পাঠানকোট নিয়ে দৃঢ় কোনও পদক্ষেপ নিলে তবেই পাকিস্তানের সঙ্গে কথা বলবে ভারত।
১১ জানুয়ারি ২০১৫/এমটিনিউজ২৪/সৈকত/এমএস