মঙ্গলবার, ৩১ আগস্ট, ২০২১, ১০:৩২:৩০

কাবুল বিমানবন্দরও এখন দখলে, শূন্যে গু'লি চালিয়ে উ'ল্লাস করছে তালেবান

কাবুল বিমানবন্দরও এখন দখলে, শূন্যে গু'লি চালিয়ে উ'ল্লাস করছে তালেবান

অবশেষে কাবুল বিমানবন্দর ছে'ড়েও চলে গেল সব মার্কিন সৈন্য। আফগানিস্তানে ২০ বছরের যু'দ্ধের সমা'প্তি ঘ'টিয়ে দেশে ফি'রে গেল তারা। আফগানিস্তান থেকে সম্পূর্ণ সেনা প্র'ত্যাহা'র করে নিয়েছে যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্রের সর্বশেষ বিমান উড়ে যাওয়ার পর তালেবান কাবুলে উ'ল্লা'স করেছে।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এক প্রতিবে'দনে জানিয়েছে, তালেবান কাবুলের আকাশে গু'লি চা'লি'য়েছে এবং গাড়িতে হ'র্ন বা'জিয়েছে। যুক্তরাষ্ট্রের সর্বশেষ বিমান উড়ে যাওয়ার পর আজ মঙ্গলবার তারা এসব করেছে।

জানা গেছে, যুক্তরাষ্ট্রের সেনারা গত মধ্যরাতে কাবুল বিমানবন্দর ছে'ড়ে গেছে। আর এতে করে আফগানিস্তান এখন তালেবানের হাতে পড়ে গেছে। তালেবানের প্রতিনিধি জাবিহুল্লাহ মুজাহিদের বরাত দিয়ে বিবিসি জানিয়েছে, তালেবান এখন আফগানিস্তানকে সম্পূর্ণ স্বা'ধীন ভাবছে। তালেবানের আরেক নেতা আনাস হক্কানি এএফপিকে বলেছেন, এ ধরনের ঐতিহাসিক মুহূর্তের সা'ক্ষী হওয়াটা তার কাছে গর্বের।

এদিকে মার্কিন প্রেসিডেন্ট  জো বাইডেন বলেছেন, আফগানিস্তানে আমাদের সা'ম'রি'ক অবস্থানের সমা'প্তি ঘ'টলো। গত ১৭ দিনে আকাশপথে সবচেয়ে বেশি মানুষকে নিরাপদে স'রি'য়ে নিয়ে যাওয়ার কাজ সম্পন্ন হয়েছে। 

তিনি আরো বলেছেন, মার্কিন বাহিনী এক লাখ ২০ হাজারের বেশ মার্কিন নাগরিক, সহকারী দেশের নাগরিক ও যুক্তরাষ্ট্রের আফগান সহকারীদের উ'দ্ধা'র করেছে। যুক্তরাষ্ট্রের ইতিহাসে এই সংখ্যা সবচেয়ে বেশি। মার্কিন বাহি'নী অসম্ভব সা'হসি'ক'তা, দৃ'ঢ়'তা ও পেশাদারিত্বের পরিচয় দিয়েছে।

পূর্ব ঘোষণা অ'নু'সারে ৩১ আগস্টের সময়সীমা শেষ হওয়ার আগেই আফগানিস্তান থেকে সেনা স'রি'য়ে নিল যুক্তরাষ্ট্র৷ সূত্র: বিবিসি।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে