মঙ্গলবার, ৩১ আগস্ট, ২০২১, ১১:৫০:৫৫

কাবুল বিমানবন্দর দখলের পর এবার মার্কিন ব্ল্যাক হক হেলিকপ্টারে মহড়া দিচ্ছে তালেবান

কাবুল বিমানবন্দর দখলের পর এবার মার্কিন ব্ল্যাক হক হেলিকপ্টারে মহড়া দিচ্ছে তালেবান

বলা চলে এখন কাবুল বিমানবন্দর সহ প্রায় পুরো আফগানিস্তান তালেবানের দখলে। মার্কিন সৈন্যরা চলে যাওয়ার পর তাদের সবধরণের অস্রসামগ্রী এখন তালেবান যোদ্ধাদের কব্জায়। এদিকে যুক্তরাষ্ট্র ও তাদের মিত্রদের সৈন্যরা কাবুল বিমানবন্দর ছাড়ার পর এর নিয়ন্ত্রণ নেয় তালেবান যোদ্ধারা। আফগানিস্তানের কান্দাহার শহরে মার্কিন সামরিক হেলিকপ্টারে চড়ে মহড়া দিচ্ছে তালেবান যোদ্ধারা।  

মঙ্গলবার কয়েকজন সাংবাদিক ও তালেবান তাদের অফিসিয়াল পেজে একটি ভিডিও শেয়ার করেছে।  তাতে দেখা গেছে এক ব্যক্তি মার্কিন ব্ল্যাক হক হেলিকপ্টারের দড়িতে ঝুলছেন।   

সোমবার মধ্য রাতে আফগানিস্তান ত্যাগ মার্কিন সেনারা। সেই সময় কাবুল থেকে সর্বশেষ এক মার্কিন সেনা চলে যাওয়ার একটি ছবি ভাইরাল হয়।  

এদিকে টুইটারে তালিব টাইমস একটি ভিডিও শেয়ার করে। এছাড়া ইসলামিক আমিরাত আফগানিস্তান নামে একটি পেজে তালেবান দাবি করে, মার্কিন ব্ল্যাক হক হেলিকপ্টার দিয়ে শহরে মহড়া দেওয়া হচ্ছে। তবে সেখানে কে ঝুলে ছিল তার বিস্তারিত জানানো হয়নি।  সূত্র: এনডিটিভি

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে