বৃহস্পতিবার, ০২ সেপ্টেম্বর, ২০২১, ১০:৫৬:০১

'সমস্ত আফগানদের অধিকার রক্ষায় আমরা প্রতিরোধ গড়ে তুলেছি'

'সমস্ত আফগানদের অধিকার রক্ষায় আমরা প্রতিরোধ গড়ে তুলেছি'

প্রায় পুরো আফগানিস্তান তালেবানের নিয়ন্ত্রণে আসলেও তালেবানরা এখনও বাগে আনতে পারেনি বিখ্যাত মুজাহিদ কমান্ডার আহমেদ শাহ মাসুদের পুত্র আহমেদ মাসুদকে। যুদ্ধ চালিয়ে যাওয়ার ঘোষণায় অনঢ় রয়েছেন তিনি। অবস্থাদৃষ্টে মনে হচ্ছে আফগানিস্তানে প্রতিরোধের আরেক নাম পঞ্জশির। অপরদিকে তাঁর সঙ্গে যোগ দিয়েছেন আফগানিস্তানের প্রাক্তন ভাইস প্রেসিডেন্ট আমরুল্লা সালেহ। তালিবানের শান্তি আলোচনার পালটা পঞ্জশিরের যোদ্ধারা বার্তা দিয়েছেন, “কথা নয়, যুদ্ধ হবে।”

এদিকে সংবাদমাধ্যমে দেওয়া এক বিবৃতিতে আফগানিস্তানের ‘কার্যনির্বাহী প্রসিডেন্ট’ সালেহ সাফ জানিয়েছেন তালিবানের বিরুদ্ধে লড়াই চলবে। তালিবদের রুখে দেওয়া হবে। ভবিষ্যতে তালিবানের সঙ্গে যুদ্ধবিরতির সম্ভাবনা উড়িয়ে সালেহ বলেন, “সমস্ত আফগানদের অধিকার রক্ষায় আমরা প্রতিরোধ গড়ে তুলেছি। পঞ্জশিরই প্রতিরোধে গড়। আজ যে আফগানরা অত্যাচার ও নিপীড়ন থেকে (তালিবানের) পালিয়ে আসছেন তাঁদের এবং সমস্ত দেশের ভরসা পঞ্জশির।” 

তালিবানকে কড়া বার্তা দিয়ে দিয়ে তিনি আরও বলেন, “পরিকাঠামোর উপর নিয়ন্ত্রণ হাসিল করা মানেই স্থিতাবস্তা হাসিল করা নয়। ভারসাম্য রক্ষা এবং তা বজায় রাখতে অনেক কিছুর দরকার হয় যেগুলি তোমাদের (তালিবান) নেই।”

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে