বৃহস্পতিবার, ০২ সেপ্টেম্বর, ২০২১, ০৫:৪৭:৫৯

বেড়েছে খাবারের দাম, তীব্র খাদ্য সংকটের আশঙ্কা আফগানিস্তানে

বেড়েছে খাবারের দাম, তীব্র খাদ্য সংকটের আশঙ্কা আফগানিস্তানে

আগামী এক মাসের মধ্যে তীব্র খাদ্য সংকটে পড়তে পারে আফগানিস্তান। দেশটির প্রতি তিন জনে এক জন না খেয়ে থাকবে বলে আশঙ্কা করছে জাতিসংঘ। বৃহস্পতিবার একটি আন্তর্জাতিক গণমাধ্যমের প্রতিবেদনে এ খবর জানা গেছে।

এ ব্যাপারে আফগানিস্তানে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক সমন্বয়ক রমিজ আলাকবারভ জানান, সেখানকার মানবাধিকার পরিস্থিতি ভীষণ উদ্বে'গজনক।  দেশটির অর্ধেক শিশুর পরবর্তী বেলার খাবার নিয়ে অনিশ্চয়তায় দেখা দিয়েছে বলে জানিয়েছেন তিনি।

দেশটিতে খাদ্যের দাম অন্তত ৫০ শতাংশ বেড়ে গেছে বলে আল জাজিরা এক প্রতিবেদনে জানিয়েছে। খাদ্যের দাম আরও বাড়ার আশঙ্কা করা হচ্ছে।

এদিকে, আফগানিস্তানে আন্তর্জাতিক সহায়তা বন্ধ রয়েছে বলে রামিজ আলাকবারভ জানিয়েছেন। সরকারি চাকরিজীবীরা বেতন পাননি বলেও গণমাধ্যমের প্রতিবেদনে জানা গেছে।

অন্যদিকে, ক্ষমতা দখলের দুই সপ্তাহ পেরিয়ে গেলেও তালেবান এখনো সরকার গঠন করেনি। তালেবান সরকারের আন্তর্জাতিক স্বীকৃতির বিষয়টিও নিয়েও প্রশ্ন  রয়েছে। একারণে দেশটিতে কবে নাগাদ বৈদেশিক সাহায্য পুনরায় চালু হবে তা নিশ্চিত নয়।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে