বৃহস্পতিবার, ০২ সেপ্টেম্বর, ২০২১, ১১:০২:২৬

‘এই দিন দেখার জন্যই কি আমরা এত কিছু হারালাম’; কাবুল ছাড়ার সময় এক পঙ্গু আমেরিকার সৈন্য

 ‘এই দিন দেখার জন্যই কি আমরা এত কিছু হারালাম’; কাবুল ছাড়ার সময় এক পঙ্গু আমেরিকার সৈন্য

প্রায় পুরো আফগানিস্তান এখন তালেবানের দখলে। আমেরিকান আর কোন সৈন্য কাবুল সহ আফগানিস্তানের আর কোথাও নেই।  ৩১ আগস্ট শুরু হওয়ার আগেই ৩০ আগস্ট রাত ১১টা ৫৯ মিনিটে শেষ সেনাটি ত্যাগ করে কাবুল বিমানবন্দর। 

রাতের অন্ধকারে মাথা নিচু করে শেষ সৈন্যের সেই হেঁটে যাওয়ার দৃশ্য দেখে থমকে গেছে বিশ্ব। ওই রাতের অন্ধকারেও আমেরিকার অসহায় চিত্রটি ভেসে উঠেছে সারা বিশ্বের দরবারে। 

হলিউড বলিউড এবং হাজার হাজার মিডিয়ার মাধ্যমে ফুলিয়ে ফাঁপিয়ে প্রচার করা অপ্রতিরোধ্য আমেরিকা যে কতোটা অসহায় এবং দুর্বল তা আরেকবার প্রমাণিত হল আফগানিস্তানে। আমেরিকার এক পঙ্গু সৈন্য সেদিন আক্ষেপ করে বলেছিলেন, ‘এই দিন দেখার জন্যই কি আমরা এত কিছু হারালাম।’ 

আমেরিকা কোন দিন দেখার জন্য কী হারাল তা জানি না। তবে ২০০১ সালের পর থেকে মুসলিম বিশ্বে যে ত্রাস সৃষ্টি করেছিল। লক্ষ্য লক্ষ্য নারী পুরুষ শিশুর গগণ বিদারী ফরিয়াদ হয়তো তাদের বম্বিংয়ের আওয়াজ ভেদ করে মুসলমান নেতাদের কানে পৌঁছেনি।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে