শুক্রবার, ০৩ সেপ্টেম্বর, ২০২১, ১২:৩৮:২২

আফগানিস্তানে মার্কিনীদের হয়ে কাজ করা শতাধিক সাংবাদিককে ফেলে রেখেই চলে গেছে মার্কিন বাহিনী!

আফগানিস্তানে মার্কিনীদের হয়ে কাজ করা শতাধিক সাংবাদিককে ফেলে রেখেই চলে গেছে মার্কিন বাহিনী!

আমেরিকান সৈন্যরা নিজেদের সবকিছু গুছিয়ে আফগানিস্তান ত্যাগ করলেও তাদের সহায়তাকারী, তাদের অর্থায়নে পরিচালিত বিভিন্ন সংবাদ মাধ্যমে কাজ করা শতাধিক কর্মী এখনও সেখানে রয়ে গেছে।

জানা যায়, আমেরিকার হয়ে কাজ অনেক আফগানকে উদ্ধার করে যুক্তরাষ্ট্রসহ বিভিন্ন দেশে নেওয়া হলেও আফগানিস্তানে ছাড়া পড়েছে বহু সংখ্যক সাংবাদিক, যারা আমেরিকার অর্থায়নে পরিচালিত গণমাধ্যমে কাজ করতেন। আফগানিস্তানের মাটি ত্যাগ করার সময় তাদেরকে রেখেই চলে গেছে মার্কিন বাহিনী।

তালেবানি শাসনে ‘প্রতিশোধের’ শঙ্কায় ভুগছেন এসব সাংবাদিক।
মার্কিন গণমাধ্যম ‘ওয়াল স্ট্রিট জার্নাল’ এর বরাত দিয়ে ‘আল-জাজিরা’ জানিয়েছে, আফগানিস্তানে ছাড়া পড়া এসব সাংবাদিকের মধ্যে এমন শতাধিক গণমাধ্যমকর্মী রয়েছেন, যারা কাজ করতেন মার্কিন গণমাধ্যম ভয়েস অব আমেরিকা, রেডিও ফ্রি লিবার্টির আফগান শাখা ও রেডিও ইউরোপে। তাদের পরিবারে রয়েছে চার শতাধিক সদস্য যারা সবাই ছাড়া পড়েছেন আফগানিস্তানে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে