শুক্রবার, ০৩ সেপ্টেম্বর, ২০২১, ০৪:২৫:৩১

নিউজিল্যান্ডে সুপারমার্কেটে হামলা, ৬০ সেকেন্ডের মধ্যেই হামলাকারী নিহত

নিউজিল্যান্ডে সুপারমার্কেটে হামলা, ৬০ সেকেন্ডের মধ্যেই হামলাকারী নিহত

২০১৯ সালে নিউজিল্যান্ডের ক্রাইস্ট চার্চের দুটি মসজিদে ব'ন্দু'কধারীর গু'লিতে ৫১ মুসল্লির প্রাণহানি ঘটেছিল। এবার দেশটির একটি সুপারমার্কেটে সন্ত্রাসী হামলা চালানো হয়েছে। এতে অন্তত ৬ জন আহত হয়েছেন। এর মধ্যে ৩ জনের অবস্থা গুরুতর। ঘটনার ৬০ সেকেন্ডের মধ্যেই নিরাপত্তাকর্মীদের গু'লিতে হামলাকারী নিহত হয়েছেন। 

এ ঘটনাকে আইএস মতাদর্শীর স'ন্ত্রা'সী হা'মলা বলে মন্তব্য করেছেন দেশটির প্রধানমন্ত্রী জেসিন্ডা অ্যার্ডার্ন। স্থানীয় সময় শুক্রবার দুপুরে এক সংবাদ সম্মেলনে জেসিন্ডা অ্যার্ডার্ন জানান, অকল্যান্ডের একটি সুপার মার্কেটে কয়েকজনকে ছু'রি'কাঘা'ত করে ওই স'ন্ত্রা'সী। এতে অন্তত ছয়জন আহত হন। তিনজন বেশি আহত হয়েছেন। হা'মলার এক মিনিটের মধ্যেই পুলিশের গু'লিতে তার মৃত্যু হয়। 

হাম'লাকারীর পরিচয় পুরোপুরি নিশ্চিত না হলেও সে আইএস অনুপ্রাণিত শ্রীলঙ্কার নাগরিক বলে জানান জেসিন্ডা। হামলাকারীকে লোন উলফ আখ্যা দিয়ে নিউজিল্যান্ড প্রধানমন্ত্রী বলেন, ‌‘এটি একক হা'মলা। কোনো মতাদর্শী সংঘব'দ্ধ গ্রু'পের হা'মলা নয়।’ সূত্র : বিবিসি

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে