শনিবার, ০৪ সেপ্টেম্বর, ২০২১, ০১:০২:২৫

তালেবানের বিরুদ্ধে বিস্ফোরক তথ্য দিলেন সেই স্বঘোষিত প্রেসিডেন্ট আমরুল্লাহ সালেহ

তালেবানের বিরুদ্ধে বিস্ফোরক তথ্য দিলেন সেই স্বঘোষিত প্রেসিডেন্ট আমরুল্লাহ সালেহ

পাঞ্জশিরে তালেবানের সঙ্গে আহমেদ মাসুদ বাহিনীর সংঘর্ষ চলছে। উপত্যকাটির চারপাশে অবস্থান নিয়েছে তালেবান যো'দ্ধারা। ইতিমধ্যে আফগানিস্তানের সবগুলো প্রদেশ নিয়ন্ত্রণে নিলেও পাঞ্জশির বিরোধীদের দখলে। এই অবস্থার মধ্যেই আগামীকাল সরকার ঘোষণা করতে যাচ্ছে তালেবান। ঠিক সেই মুহূর্তে তালেবানের বিরুদ্ধে আন্তর্জাতিক মানবা'ধিকার আইন ভঙ্গের অভিযোগ করেছেন দেশটির সাবেক ভাইস প্রেসিডেন্ট ও স্বঘোষিত প্রেসিডেন্ট আমরুল্লাহ সালেহ। 

শুক্রবার ধারাবাহিক টুইটে তিনি দাবি করেন, তালেবান যো'দ্ধারা আন্তর্জাতিক মানবা'ধিকার আইন ল'ঙ্গ'ন করছে। তালেবান অপ'রাধ ও স'ন্ত্রা'স করছে বলে তিনি জাতিসংঘ ও বিশ্ব নেতাদের কাছে তু'লে ধরেছেন।   

আফগানিস্তানের প্রেসিডেন্ট আশরাফ গনি দেশ থেকে পা'লিয়ে যাওয়ার পর নিজেকে প্রেসিডেন্ট ঘোষণা করেন আমরুল্লাহ সালেহ।  তিনি অন্য একটি টুইটে বলেন, তালেবান যো'দ্ধারা তরুণ সেনাদের পাঞ্জশিরে মা'ইন পরিষ্কারে যন্ত্রপাতি হিসেবে ব্যবহার করছে। মা'ইন পোঁ'তা এলাকায় তাদের হাঁটিয়ে পরিষ্কার করে নিচ্ছে। 

তবে তার দাবি বিবিসি স্বতন্ত্রভাবে প্রমাণ করতে পারেনি।  

 

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে