আন্তর্জাতিক ডেস্ক : পরীক্ষায় অসাধারণ ফল করে ইতিহাস সৃষ্টি করেছে ভারতের সংসদ ভবনে হামলার অভিযোগে ফাঁসি কার্যকর হওয়া আফজাল গুরুর ছেলে গালিব গুরু। বিচার নিয়ে তীব্র সমালোচনার মধ্যেই তিন বছর আগে ফাঁসি দেয়া হয় তার।
বার্তা সংস্থা পিটিআই সোমবার জানায়, জম্মু ও কাশ্মীরের দশম স্ট্যান্ডার্ড পরীক্ষায় গালিব গুরু ৯৫% নম্বর পেয়েছেন।
রবিবার ঘোষিত ফলাফলে দেখা যায়, ৫০০ নম্বরের পরীক্ষায় তিনি ৪৭৪ নম্বর পেয়েছেন। ৫টি বিষয়ের প্রতিটিতেই তিনি ‘এওয়ান’ গ্রেড অর্জন করেন।
গালিবের এই অসাধারণ ফলাফল সোশ্যাল মিডিয়ায় ঝড় তুলেছে। কাশ্মীরের স্বাধীনতাকামীরা স্বভাবতই উল্লসিত গালিবের এই ফলাফলে। তারা ছোট শিশুটির জন্য আল্লাহর কাছে দোয়া করছেন।
২০১৩ সালের ৯ ফেব্রুয়ারি আফজাল গুরুকে ফাঁসি দেয়া হয়। ভারতের খ্যাতিমান লেখিকা অরুন্ধতী রায়সহ বহু মানবাধিকারকর্মী আফজাল গুরুর বিচারে গুরুতর ত্রুটির কথা তুলে ধরে প্রহসনের বিচারে তাকে ফাঁসি দেয়া হয়েছে বলে মন্তব্য করেছিলেন।
১১ জানুয়ারি ২০১৫/এমটিনিউজ২৪/সৈকত/এমএস