সোমবার, ০৬ সেপ্টেম্বর, ২০২১, ১১:৪১:১৭

অবশেষে পাঞ্জশিরও তালেবানের দখলে

অবশেষে পাঞ্জশিরও তালেবানের দখলে

আফগানিস্তানের প্রায় পুরো এলাকা তালেবানের দখলে আসলেও পাঞ্জশির নিজেদের কব্জায় আনতে পারেনি। হুঙ্কার আর পাল্টা জবাবের ভেতর দিয়ে চলছিল এই ইস্যুটি। দুই পক্ষই অনড় ছিল নিজেদের অবস্থানে। তবে বেশ কয়েকদিন ধরে চলে আসা তীব্র লড়াই শেষে তালেবান পাঞ্জশির ‘সম্পূর্ণভাবে নিয়ন্ত্রণে’ নিয়েছে ।

আন্তর্জাতিক বার্তা সংস্থা এএফপির বরাত দিয়ে এ তথ্য জানায় ভারতীয় গণমাধ্যম এনডিটিভি।

তালেবানের মুখপাত্র জাবিহুল্লাহ মুজাহিদ এক বিবৃতিতে বলেন, এই বিজয়ের মাধ্যমে আমাদের দেশকে পুরোপুরি যুদ্ধের জলাভূমি থেকে বের করে আনা হয়েছে।

এদিকে সামাজিক যোগাযোগ মাধ্যমের ছবিতে দেখা যায়, তালেবানের সদস্যরা পাঞ্জশির প্রদেশের গভর্নরের বাসভবনের গেটের সামনে দাঁড়িয়ে আছেন। তাৎক্ষণিকভাবে প্রতিরোধ যোদ্ধাদের নেতা আহমেদ মাসুদের কোনো প্রতিক্রিয়া জানা যায়নি।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে