বৃহস্পতিবার, ০৯ সেপ্টেম্বর, ২০২১, ০৯:০৫:৪৮

আফগানিস্তানে খাদ্য ও চিকিৎসা সামগ্রী পাঠালো পাকিস্তান

আফগানিস্তানে খাদ্য ও চিকিৎসা সামগ্রী পাঠালো পাকিস্তান

আন্তর্জাতিক ডেস্ক : চীনের পর এবার আফগানিস্তানের তালেবান সরকারকে সহায়তায় অন্তত ৩০ টন খাদ্য ও চিকিৎসা সামগ্রী পাঠিয়েছে পাকিস্তান। মানবিক সাহায্যের অংশ হিসেবে এসব সামগ্রী জনস্বাস্থ্য মন্ত্রণালয়ে হস্তান্তর করেছেন দেশটিতে নিযুক্ত পাকিস্তান রাষ্ট্রদূত।

বৃহস্পতিবার কাবুলে হামিদ কারজাই আন্তর্জাতিক বিমানবন্দরে খাদ্য ও চিকিৎসা সামগ্রীবাহী পাকিস্তান বিমানবাহিনীর সি-১৩০ বিমানটি অবতরণ করে। বৃহস্পতিবার দুপুরে এক টুইট বার্তায় এ তথ্য জানান আফগানিস্তানে নিযুক্ত পাকিস্তান রাষ্ট্রদূত মনসুর আহমদ খান।

এর আগে তালেবান সরকারকে ২০০ মিলিয়ন ইউয়ান (৩১ মিলিয়ন মার্কিন ডলার) সাহায্যের প্রতিশ্রুতি দিয়েছে চীন। জরুরি খাদ্য সরবরাহ ও করোনাভাইরাস প্রতিরোধে ভ্যাকসিনের ব্যবস্থাসহ অন্যান্য সহায়তায় অর্থায়ন করতে এই ঘোষণা দিয়েছে চীন।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে