শুক্রবার, ১০ সেপ্টেম্বর, ২০২১, ০৬:২৬:৫০

ঘর সামলাতে পারে না কংগ্রেস, অথচ জমিদারি হাবভাব : শারদ পাওয়ারের কটাক্ষ

ঘর সামলাতে পারে না কংগ্রেস, অথচ জমিদারি হাবভাব : শারদ পাওয়ারের কটাক্ষ

আন্তর্জাতিক ডেস্ক : কংগ্রেসকে নিশানা করলেন এনসিপি প্রধান শারদ পাওয়ার। তার বক্তব্য কংগ্রেস নেতাদের মানসিকতা বদলাতে হবে। তবেই, অন্যান্য বিজেপি বিরোধী দলের সঙ্গে কংগ্রেসের সুসম্পর্ক তৈরি হবে। কংগ্রেসের বর্তমান দৈন্যদশা বোঝাতে উত্তরপ্রদেশের জমিদারদের দৃষ্টান্ত তুলে ধরেছেন মহারাষ্ট্রের সাবেক মুখ্যমন্ত্রী।

শারদ পাওয়ারের বক্তব্য, আমার উত্তরপ্রদেশের জমিদারদের গল্প মনে পড়ছে। একটা সময় উত্তরপ্রদেশের জমিদারদের প্রচুর সম্পত্তি, প্রচুর জমিজমা ছিল কিন্তু জমি আইনের পরিবর্তনের জন্য ওঁদের সব জমি হাতছাড়া হয়ে যায়। শুধু জমিদারি হাভেলিগুলি রয়ে যায়। সেগুলির রক্ষণাবেক্ষণের ক্ষমতাও জমিদারদের নেই।” আসলে ঘুরিয়ে কংগ্রেসকে উত্তরপ্রদেশের এই ভূমিহীন জমিদারদের সঙ্গেই তুলনা করেছেন এনসিপি সুপ্রিমো।

এনসিপি সুপ্রিমো বলেছেন, কংগ্রেসকে বুঝতে হবে, একটা সময় হয়তো কংগ্রেস কাশ্মীর থেকে কন্যাকুমারী পর্যন্ত বিস্তৃত বিশাল দল ছিল। কিন্তু এখন আর তেমন নয়। কংগ্রেস নেতাদের এটা মেনে নিতে হবে। আর যেদিন ওরা এই সত্যিটা মেনে নেবে, সেদিনই দেখবেন অন্য রাজনৈতিক দলের সঙ্গে কংগ্রেসের নৈকট্য বাড়ছে।” 

বস্তুত, বিজেপি বিরোধী মহাজোটের নেতৃত্ব দেওয়া নিয়ে কংগ্রেসের যে অনড় মনোভাব, তা একেবারেই না-পছন্দ শরদ পওয়ারের। তিনি বলছেন, সব দল, বিশেষ করে আমার কংগ্রেসী সহকর্মীরা নেতৃত্ব নিয়ে অন্যভাবে ভাবতাই রাজি নন।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে