রবিবার, ১২ সেপ্টেম্বর, ২০২১, ০৬:৫৩:০০

বেঁচে আছেন আল-কায়দা নেতা, নতুন ভিডিও প্রকাশে অস্বস্তিতে ওয়াশিংটন

বেঁচে আছেন আল-কায়দা নেতা, নতুন ভিডিও প্রকাশে অস্বস্তিতে ওয়াশিংটন

আন্তর্জাতিক ডেস্ক : ৯/১১ হামলার ২০তম বর্ষপূর্তিতে 'আবির্ভাব' ঘটল 'মৃত' আল-কায়দা নেতা আয়মান আল-জওয়াহারি। লাদেনের মৃত্যুর পর মিশরে জন্ম নেওয়া এই জঙ্গি নেতাই আল-কায়দার মাথায় বসেছিল। আয়মানকে মৃত হিসেবে মনে করা হয়েছিল। 

তবে সদ্য প্রকাশ্যে আসা আল-কায়দার একটি ভিডিওতে দেখা গিয়েছে যে বহাল তবিয়তেই রয়েছে এই জঙ্গি নেতা। পাশাপাশি আফগানিস্তান থেকে আমেরিকার সেনা প্রত্যাহারের বিষয়ও উল্লেখ করে আয়মান, যা থেকে আরও স্পষ্ট হয় যে এই ভিডিয়ো পুরোনো নয় বরং সাম্প্রতিক।

গত নভেম্বরে প্রকাশিত এক রিপোর্টে দাবি করা হয়েছিল যে আল-কায়দা প্রধান পদে থাকা আল-জওয়াহারি মারা গিয়েছে। তবে সদ্য এই এক ঘণ্টা দীর্ঘ ভিডিও প্রকাশ হওয়ার পর ফের একবার অস্বস্তিতে ওয়াশিংটন। উল্লেখ্য, ঠিক একবছর আগে ৯/১১ হামলার ১৯তম বর্ষপূর্তিতে ভিডিও প্রকাশ করেছিল আল-জওয়াহারি। এর পর ফের তাকে ভিডিওতে দেখা গেল।

এদিকে চলতি বছরের জুলাইতে জাতিসংঘের এক রিপোর্টে দাবি করা হয়েছিল যে আল-জওয়াহারি সম্ভবত জীবিত এবং সে আফগান-পাকিস্তান সীমান্তের কাছে কোথাও থাকে। শুধু আল-জওয়াহারি নয়, আল-কায়দা শীর্ষ নেতৃত্বের অনেকেই আফগান-পাকিস্তান সীমান্তে থাকে বলে দাবি করা হয়েছিল সেই রিপোর্টে।

মিশরে জন্ম আল-জওয়াহারি লাদেনের মৃত্যুর পর আল-কায়দার প্রধান হয়। গতবছর নভেম্বরে যে সে মরেনি, তা একপ্রকাশ স্পষ্ট। এদিকে গোয়েন্দারাও আল-জওয়াহারির মৃত্য সংক্রান্ত কোনও পোক্ত প্রমাণ পেশ করতে পারেনি। এরকমও হতে পারে, আল-জওয়াহারি মারা গিয়ে থাকলেও তা স্বাভাবিক মৃত্যু। আল-জওয়াহারির মৃত্যু নিয়ে তাই এখন পুরো বিশ্ব অন্ধকারে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে