আন্তর্জাতিক ডেস্ক : আর বেশিদিন বাকি নেই মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার। আগামী এক বছরের মধ্যে তিনি ক্ষমতা থেকে বিদায় নেবেন। হোয়াইট হাউজ থেকে বিদায় নিলেও বিশ্বমঞ্চে থেকে যেতে চানশান্তিতে নোবেলজয়ী এই মার্কিন প্রেসিডেন্ট। জাতিসংঘের মহাসচিব হওয়ার ইচ্ছা পোষণ করেছেন তিনি।
এরই মধ্যে বিষয়টি নিয়ে তার দল ডেমোক্রাটিক পার্টি, প্রতিদ্বন্দ্বী রাজনৈতিক দল রিপাবলিকান পার্টি, বিভিন্ন কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করেছেন ওবামা।
এ খবর প্রকাশ করেছে কুয়েতের দৈনিক আল-জারিদা। আল জারিদাকে উদ্ধৃত করে এ খবর দিয়েছে ফক্স নিউজসহ মার্কিন যুক্তরাষ্ট্রের কয়েকটি গণমাধ্যম।
অবশ্য ওবামাকে বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর সংস্থার মহাসচিব পদে দেখতে চান না ইসরাইলের প্রধানমন্ত্রী বেনজামিন নেতানিয়াহু। মার্কিন প্রেসিডেন্টকে জাতিসংঘ মহাসচিব হওয়া ঠেকাতে আরব উপসাগরীয় অঞ্চলের দেশগুলো নিয়ে বিরোধিতা করবেন।
বান কি-মুনের দ্বিতীয় মেয়াদে জাতিসংঘের মহাসচিবের সময় শেষ হচ্ছে চলতি বছরের ৩১ ডিসেম্বর। এর ২১ দিন পর ওবামার দ্বিতীয় মেয়াদের ক্ষমতাও শেষ হবে। জাতিসংঘের বর্তমান মহাসচিব দক্ষিণ কোরিয়ার নাগরিক।
ওবামার এ পরিকল্পনা জানার পর ইসরাইলের প্রধানমন্ত্রী এর তীব্র বিরোধিতা করে যাচ্ছেন। ওবামার ক্ষমতার আট বছরে ইসরাইল বরাবর উপেক্ষিত হয়েছে বলে দাবি তার। আন্তর্জাতিক ফোরামে আমাদের সমস্যাগুলো নিয়ে ঝামেলা তৈরি করতে জাতিসংঘের শীর্ষ স্থান দখল করতে চাচ্ছেন বলে মন্তব্য করেছেন বেনজামিন নেতানিয়াহু।
১১ জানুয়ারি,২০১৬/এমটিনিউজ২৪/এমআর/এসএম