মঙ্গলবার, ১৪ সেপ্টেম্বর, ২০২১, ০৭:০৯:২৬

মিসর সফরে গেলেন ইসরায়েলের কট্টর ডানপন্থী প্রধানমন্ত্রী

মিসর সফরে গেলেন ইসরায়েলের কট্টর ডানপন্থী প্রধানমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক : মিসরের প্রেসিডেন্ট জেনারেল আবদেল ফাত্তাহ আল সিসি ইসরায়েলের কট্টর ডানপন্থী প্রধানমন্ত্রী নাফতালি বেনেটকে আমন্ত্রণ জানিয়েছেন। সেই আমন্ত্রণে সোমবার শারম-আল-শেখ রিসোর্টে দুই নেতার বৈঠকের কথা ছিল।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এক প্রতিবেদনে জানিয়েছে, গত এক দশকের মধ্যে কোনো ইসরায়েলি প্রধানমন্ত্রীর এটিই প্রথম প্রকাশ্য মিসর সফর। সিসির দপ্তর থেকে জানানো হয়েছে, বৈঠকে দুই নেতা দ্বিপাক্ষিক ও আঞ্চলিক নানা বিষয়ে কথা বলার পরিকল্পনা ছিল। 

ইসরায়েল-ফিলিস্তিন শান্তি প্রক্রিয়া পুনরুজ্জীবিত করার উপায় নিয়েও আলোচনা হওয়ার কথা। জানা গেছে, চলতি বছরের জুন মাসে ক্ষমতায় আসার পর আগস্টে নাফতালি বেনেটকে সফরের আমন্ত্রণ জানান সিসি। সেই আমন্তণে সাড়া দিয়ে সোমবার দেশটি সফরে যান তিনি। সূত্র: আল-জাজিরা।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে