বুধবার, ১৫ সেপ্টেম্বর, ২০২১, ০৪:১৮:৪১

গোটা পৃথিবীর মধ্যে বেশিরভাগ হিন্দু শোভনীয় ও সহনশীল : জাভেদ আখতার

গোটা পৃথিবীর মধ্যে বেশিরভাগ হিন্দু শোভনীয় ও সহনশীল : জাভেদ আখতার

আন্তর্জাতিক ডেস্ক : তালেবানকে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের (আরএসএস) সঙ্গে তুলনা করে বেশ বেকায়দায় আছেন ভারতের প্রখ্যাত চিত্রনাট্যকার ও কবি জাভেদ আখতার। গুণী এ প্রবীণ শিল্পীর মন্তব্য নিয়ে এবার কোমর বেঁধে নেমেছিল বিজেপি। 

এবার শিবসেনার মুখপত্র সামনাতে ওই মন্তব্যের বিস্তারিত ব্যাখ্যা দিয়েছেন তিনি। খবর হিন্দুস্তান টাইমসের। ৬ সেপ্টেম্বর সামনাতে একটি সম্পাদকীয় প্রতিবেদনে আখতারের মন্তব্যের সমালোচনা করা হয়। আরএসএস, ভিএইচপির সঙ্গে যারা যুক্ত আছেন তাদেরকে তালেবানের সঙ্গে তুলনা করা হিন্দু সংস্কৃতির কাছে অমর্যাদাকর বলে উল্লেখ করা হয় সেখানে।

জাভেদ আখতার তার প্রবন্ধে বলেন, ‘অনেক সমালোচনা শুনতে হচ্ছে আমাকে। নিবন্ধের মাধ্যমে তার জবাব দিতে চাইছি। আমি সাক্ষাৎকারে বলেছি গোটা পৃথিবীর মধ্যে বেশিরভাগ হিন্দু শোভনীয় ও সহনশীল। আমি এটাও বার বার বলেছি ভারত কখনও আফগানিস্তান হবে না। কারণ ভারতবাসী প্রকৃতিগতভাবে মৌলবাদী নন। তাদের ডিএনএর মধ্যেই ভারসাম্য বজায় রাখার গুণ আছে।’ 

ভারতীয় হিন্দুদের প্রশংসা করে আগের অবস্থানেই অনড় রয়েছেন গুণী এ প্রবীণ শিল্পী। তিনি বলেন, ‘দক্ষিণপন্থী কিছু তত্ত্বের সঙ্গে তালেবানি মানসিকতার মিল আছে। এই কথায় অনেকে রেগে গেলেও বাস্তব সত্যটা কিন্তু এটাই।’  সম্প্রতি এক সাক্ষাৎকারে আরএসএসকে তালেবানের সঙ্গে তুলনা করেন জাভেদ। তিনি আরও বলেন, তালেবানরা বর্বর। ওদের কার্যকলাপ নিন্দনীয়। কিন্তু যারা আরএসএস, বিশ্ব হিন্দু পরিষদ এবং বজরং দলকে সমর্থন করেন, তাদের মানসিকতাও কিছু আলাদা নয়।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে