সোমবার, ১১ জানুয়ারী, ২০১৬, ০৬:২০:১৪

পাঠানকোট হামলায় জড়িত সন্দেহে গ্রেফতার

পাঠানকোট হামলায় জড়িত সন্দেহে গ্রেফতার

আন্তর্জাতিক ডেস্ক : ভারতের পাঠানকোটে বিমান বাহিনীর ঘাঁটিতে জঙ্গি হামলার ঘটনায় ভারতের দেয়া রিপোর্ট অনুযায়ি পাকিস্তানের পক্ষ থেকে তল্লাসি শুরু হয়েছে। বেশ কিছু জায়গায় তল্লাসি চালানোর পর কয়েকজনকে গ্রেফতার করা হয়। আজ সোমবার পাকিস্তানের গোয়েন্দাদের পক্ষ থেকে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।

গোয়েন্দদের পক্ষ থেকে জাননো হয়, গুজরানওয়ালা, ঝিলাম এবং ভাওয়ালপুর জেলার বিভিন্ন স্থানে তল্লাসি চালিয়ে বেশ কয়েকজনকে গ্রেফতার করা হয়। তবে এই পর্যন্ত ঠিক কতজনকে গ্রেফতার করা হয়েছে, তা জানা যায়নি। গ্রেফতার কৃতরা পাঠানকোটে বামান ঘাঁটিতে হামলার সাথে জড়িত ছিল কিনা, অথবা হামলার পেছনে তার কোন প্রকার সহযোগিতা রয়েছে কিনা এই বিষয়ে সঠিক ভাবে তদন্দ করে দেখা হচ্ছে। টাইমস অপ ইন্ডিয়ার এক প্রতিবেদনে এ খবর জানা যায়।

পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ পাঠানকোট হামলায় ইন্টেলিজেন্স ব্যুরো, ইন্টার-সার্ভিস ইন্টেলিজেন্স, মিলিটারি ইন্টেলিজেন্স, ফেডারেল ইনভেস্টিগেটিভ ইন্টেলিজেন্স ও পুলিশকে নিয়ে যৌথ তদন্ত কমিটি গঠনের পরই পাকিস্তানের বিভিন্ন অঞ্চলে এই তল্লিসি শুরু হয়েছে। স্বচ্ছ তদন্তের আশ্বাস দিয়ে প্রধানমন্ত্রী জানিয়েছেন, এই ঘটনায় জড়িতরা কোনওভাবেই ছাড় পাবে না।

এদিকে, পাঠানকোট নিয়ে পাকিস্তানের উপর চাপ বজায় রেখেছে দিল্লি। পাঠানকোটের তদন্তে সদর্থক ভূমিকা নিলে তবেই বিদেশ বিষয়ক সচিব পর্যায়ের বৈঠক হবে বলে সোমবার জানিয়ে দিয়েছেন জাতীয় নিরাপত্তা পর্যবেক্ষক অজিত ডোভাল।

পাশাপাশি, প্রতিরক্ষা মন্ত্রী মনোহর পারিকর হুমকির সুরে বলেছেন, ভারতকে যে বা যারা আঘাত করবে, তাদেরও পাল্টা আঘাত সহ্য করতে হবে। তবে, সেই আঘাত কখন, কিভাবে দেওয়া হবে, 'তা ঠিক করব আমরা।'
১১ জানুয়ারি, ২০১৬/এমটিনিউজ২৪/জহির/মো:জই

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে