শনিবার, ১৮ সেপ্টেম্বর, ২০২১, ০৪:৫৭:২৪

মোদির বিজেপি ছেড়ে মমতার তৃণমূলে যোগ দিলেন বাবুল সুপ্রিয়

মোদির বিজেপি ছেড়ে মমতার তৃণমূলে যোগ দিলেন বাবুল সুপ্রিয়

আন্তর্জাতিক ডেস্ক : নাটকীয়। অভাবনীয় পটপরিবর্তন বললেও হয়তো কম বলা হয়। আড়াই মাস আগে ছিলেন মোদি মন্ত্রিসভার অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য, আর শনিবার এতদিনের যুযুধান শিবিরেই লেখালেন নাম। আজ তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জীর উপস্থিতিতে ঘাসফুল শিবিরে যোগদান করলেন বাবুল সুপ্রিয়।

আসন্ন ভবানীপুর উপনির্বাচনে মমতা ব্যানার্জীর হয়ে প্রচার থেকে 'কাজ করার সুযোগ' পেতে পদ্ম শিবির ছেড়ে ঘাসফুল শিবিরে বাবুল সুপ্রিয়। গত ৭ জুলাই মন্ত্রিসভার রদবদলে কেন্দ্রীয় প্রতিমন্ত্রীর পদ থেকে সরিয়ে দেওয়া হয় আসানসোলের সাংসদকে। তারপর ফেসবুক পোস্টে নিজের অস্বস্তি প্রকাশ করলেও পরে সর্বসমক্ষে বিজেপি পার্টিতেই থাকার কথা ঘোষণা করেছিলেন। 

তারপর অবশ্য হঠাৎই রাজনীতি ছাড়ার ঘোষণা। আর তার কয়েকদিনের মধ্যেই নাটকীয় পট পরিবর্তন ঘটিয়ে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জীর হাত ধরে যোগ দিলেন তৃণমূল শিবিরে। পাশাপাশি উসকে দিলেন একাধিক সম্ভাবনা। ২০১৪ সালের মার্চে বিজেপিতে যোগদান করেন বাবুল সুপ্রিয়। ২০১৪ ও ২০১৯ লোকসভা নির্বাচনের বিজেপির টিকিটে জয়লাভ করেন।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে