রবিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২১, ০৭:৪৮:৫৮

ধরতে পারলে মেরেই ফেলবে! তালেবান আতঙ্কে আত্মগোপনে আফগানিস্তানের সমকামী-রূপান্তরকামীরা

ধরতে পারলে মেরেই ফেলবে! তালেবান আতঙ্কে আত্মগোপনে আফগানিস্তানের সমকামী-রূপান্তরকামীরা

আন্তর্জাতিক ডেস্ক : ''আমাদের ওরা মেরে ফেলবেই। আমাদের এক্ষুনি আফগানিস্তান থেকে সরিয়ে নিয়ে যান।” এমনই কাতর আরজি আফগানিস্তানের রূপান্তরকামীদের। তালেবানের দখলে আফগানিস্তান চলে আসার পর থেকেই চরম বিপন্ন অবস্থা এলজিবিটিকিউ সম্প্রদায়ের মানুষরা। যে কোনও সময়েই জেহাদিরা তাদের মেরে ফেলবে, এমন আশঙ্কায় কাটছে দিন।

গত আগস্টে আফগানিস্তান দখল করেছিল তালেবান। শুরুতে তারা দাবি করেছিল, তারা বদলে গিয়েছে। নারীর অধিকার কিংবা সর্বোপরি মানবাধিকার রক্ষা করেই চলবে তারা। যত সময় গিয়েছে তত দাঁত-নখ বের করেছে জেহাদিরা। আর তত পরিষ্কার হয়ে গিয়েছে, তালেবান আছে তালেবানেই। তাছাড়া সমকামী, রূপান্তরকামী প্রভৃতি অর্থাৎ এককথায় এলজিবিটিকিউ সম্প্রদায় নিয়ে তারা কোনও প্রতিশ্রুতিও দেয়নি। 

যে কারণে আফগানিস্তানে এই মুহূর্তে ভয়ংকর আশঙ্কার মধ্যে দিন কাটাচ্ছেন ওই সম্প্রদায়ের মানুষরা। সংবাদ সংস্থা সিএনএনকে ২৫ বছরের এক এলজিবিটিকিউ সম্প্রদায়ের মানুষ জানাচ্ছেন, তালেবান আমার বাড়ি এসে শাসিয়ে গিয়েছে। বলেছে আমি বাড়ি ফিরলেই ওরা আমাকে খুন করবে। হ্য়াঁ, আমরা এলজিবিটি। এটা আমাদের দোষ নয়। ওরা যেটা করতে পারে তা হল আমাদের খুন করা।”

এই মুহূর্তে গোপনে লুকিয়ে থাকতে হচ্ছে তাদের। ওই যুবক জানাচ্ছেন, কীভাবে খাদ্য ও অন্যান্য পরিষেবা থেকে বঞ্চিত হয়ে দিন কাটাতে হচ্ছে তাদের। অনেকেরই ভয়, নতুন তালেবান সরকার আগের আমলের আইন মেনে চলবে। শেষবার ক্ষমতায় থাকার সময় এলজিবিটিকিউদের প্রাণদণ্ডের বিধান দিয়েছিল তালেবান প্রশাসন। আশঙ্কা, এখনও একই পথ ধরেই এগোবে তারা। এই বিপদ থেকে বাঁচতে জাতিসংঘের হস্তক্ষেপ চাইছেন এলজিবিটিকিউরা। 

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে