রবিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২১, ০৮:৩০:১২

পাকিস্তানের কাছ থেকে ৬৪ কোটি ৪০ লাখ ডলারে যুদ্ধবিমান কিনবে আর্জেন্টিনা

পাকিস্তানের কাছ থেকে ৬৪ কোটি ৪০ লাখ ডলারে যুদ্ধবিমান কিনবে আর্জেন্টিনা

আন্তর্জাতিক ডেস্ক : পাকিস্তানের কাছ থেকে ১২টি জেএফ-১৭ থান্ডার যুদ্ধবিমান কেনার পরিকল্পনা করেছে আর্জেন্টিনা। পাকিস্তান টুডে এ খবর দিয়েছে। পত্রিকাটি জানিয়েছে, পাকিস্তানের কাছ থেকে এসব যুদ্ধবিমান কেনার জন্য আর্জেন্টিনা ২০২২ সালের খসড়া বাজেটে ৬৪ কোটি ৪০ লাখ ডলার অর্থ বরাদ্দ দিয়েছে। এরইমধ্যে এ বাজেট দেশটির জাতীয় সংসদে উপস্থাপন করা হয়েছে। 

তবে এর অর্থ এই নয় যে, চুক্তিটি চূড়ান্ত হয়েছে কারণ আর্জেন্টিনা এখনো এটি সই করে নি। অবশ্য, দেশটি পাকিস্তান থেকে যুদ্ধবিমান কিনতে চায়- সেটি পরিষ্কার। গত কয়েক বছর ধরে আর্জেন্টিনা বেশ কয়েকটি দেশের কাছ থেকে যুদ্ধবিমান কেনার চেষ্টা করে আসছে কিন্তু অর্থের ঘাটতি অথবা ব্রিটেনের আপত্তির কারণে তা হয় নি। সর্বশেষ গত বছর দক্ষিণ কোরিয়ার কাছ থেকে যুদ্ধবিমান কেনার প্রচেষ্টা আটকে দিয়েছিল ব্রিটেন। 

আর্জেন্টিনার প্রতিরক্ষামন্ত্রী ব্রিটিশ এ পদক্ষেপকে ‘সাম্রাজ্যবাদী অহংকার’ বলে মন্তব্য করেছিলেন। জেএফ-১৭ থান্ডার বিমান হচ্ছে চীন ও পাকিস্তানের যৌথ প্রচেষ্টায় তৈরি এক ইঞ্জিনের মাল্টি রোল যুদ্ধবিমান। এ বিমান ইন্টারসেপশন, গ্রাউন্ড অ্যাটাক, জাহাজে হামলা ও নজরদারির কাজে ব্যবহার করা যায়। বিমানটির শতকরা ৪২ ভাগ চীনে তৈরি আর বাকিটা পাকিস্তানে। তবে চূড়ান্তভাবে অ্যাসেম্বলির কাজ পাকিস্তানেই হয়।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে