সোমবার, ২০ সেপ্টেম্বর, ২০২১, ০৯:২৩:১২

আজ কানাডার নির্বাচন, জাস্টিন ট্রুডোর জন্য অগ্নিপরীক্ষা

  আজ কানাডার নির্বাচন, জাস্টিন ট্রুডোর জন্য অগ্নিপরীক্ষা

কানাডার ৪৪তম পার্লামেন্ট নির্বাচন আজ। বার্তা সংস্থা রয়টার্সের খবরে বলা হয়েছে, শেষ মুহূর্তের প্রচারণায় দলীয় ভোটারদের বিভক্ত না হওয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো ও তার প্রধান প্রতিপক্ষ কনজারভেটিভ পার্টির নেতা এরিন ওটুল।

এবারের নির্বাচনকে প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর জন্য অগ্নিপরীক্ষা বলে মনে করছেন বিশ্লেষকরা। নির্বাচনটি হওয়ার কথা ছিল ২০২৩ সালের অক্টোবরে। কিন্তু প্রধানমন্ত্রী ট্রুডো গত ১৫ আগস্ট আগাম নির্বাচনের ঘোষণা দেন।

গত বছর বিরোধীদের সহায়তায় বিশাল আকারের মহামারি মোকাবিলা সংক্রান্ত সহায়তা বিল এবং অন্যান্য আইনসহ কেন্দ্রীয় বাজেট পাশ করার পরেও ২০১৫ থেকে ক্ষমতায় আসীন ট্রুডো পরিতাপ করে বলেন যে, সংসদ অকার্যকর হয়ে পড়েছে।

তার লিবারেল পার্টির যুক্তি, তারা সংসদে সংখ্যালঘু সরকার এবং সংখ্যাগরিষ্ঠতার অভাবে প্রয়োজনীয় অনেক সিদ্ধান্ত নিতে তাদের সমস্যা হচ্ছে। সংসদে তাদের নীতি-কর্মসূচি বাস্তবায়নে একক সংখ্যাগরিষ্ঠতা দরকার। এই নির্বাচন তাদের সেই সুযোগ করে দেবে। কিন্তু নির্বাচনের আগের বিভিন্ন জরিপ বলছে, কোনো দলের একক সংখ্যাগরিষ্ঠতা পাওয়ার সম্ভাবনা নেই বললেই চলে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে