আন্তর্জাতিক ডেস্ক : লাইন পারাপার করতে গিয়ে থমকে থাকা এক নারী। পাশের লাইনে দাঁড়িয়ে আছে ট্রেন। ট্রেন গেলেই লাইন পেরোবেন এমন চিন্তায় তিনি।
কিন্তু যে লাইনে ওই নারী দাঁড়িয়েছিলেন সেই লাইনে মালগাড়ি ছুটে আসে। পাশের লাইন দিয়ে ট্রেন যাওয়ায় তার আওয়াজে ঢাকা পড়ে যায় মালগাড়ির শব্দ। যখন ওই নারী খেয়াল করেন তার থেকে ট্রেনের দূরত্ব মাত্র কয়েক হাত। নিশ্চিত মৃত্যুমুখে তিনি।
উপায়ন্ত না দেখে উপস্থিত বুদ্ধির জেরে লাইনের মাঝে সটান শুয়ে পড়েন তিনি। তার ওপর দিয়ে চলে যায় মালট্রেন। হালকা চোট পেলেও প্রাণে বেঁচে যান তিনি।
ঘটনাটি ঘটেছে ভারতের পুরুলিয়ার তেলকলপাড়ায়। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, লেভেল ক্রসিং পেরোনোর জন্য দাঁড়িয়েছিলেন নাম প্রকাশে অনিচ্ছুক এক নারী। পাশের লাইন থেকে তখন একটি ট্রেন যাচ্ছিল।
তারা জানান, তিনি উঠে আসেন অন্য একটি লাইনে। ওই লাইনেও তখন আরেকটি মালগাড়ি আসছিল। কিন্তু এক ট্রেনের আওয়াজে মালগাড়ির আওয়াজ শুনতে পারেননি তিনি।
যখন তিনি মালগাড়ি দেখেন তখন আর সরে আসার সময় ছিল না। উপস্থিত বুদ্ধির জোরে সঙ্গে সঙ্গে লাইনের মাঝে শুয়ে পড়েন তিনি। তার ওপর দিয়ে চলে যায় মালগাড়িটি।
এ ঘটনায় হইচই পড়ে যায়। কিন্তু নির্লিপ্তভাবে লাইনেই শুয়ে ছিলেন তিনি। এরপর তাকে ধরাধরি করে উদ্ধার করা হয়। লাইনের পাথরে ঘষা লেগে মুখ কেটে যায় তার। এছাড়া কোনো আঘাত পাননি তিনি। গোটা ঘটনায় বিস্মিত এলাকাবাসী।
১১ জানুয়ারি,২০১৬/এমটিনিউজ২৪/এমআর/এসএম