মঙ্গলবার, ২১ সেপ্টেম্বর, ২০২১, ১১:০৭:৪৪

নারীদের শিক্ষাবঞ্চিত করা ইসলাম পরিপন্থী: ইমরান খান

নারীদের শিক্ষাবঞ্চিত করা ইসলাম পরিপন্থী: ইমরান খান

নারীদের শিক্ষাবঞ্চিত করা ইসলাম পরিপন্থী বলে মন্তব্য করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান।তিনি বলেন, প্রতিবেশী আফগানিস্তানে দেশটির নারীদের শিক্ষাগ্রহণে বাধা দেওয়া হবে ইসলাম পরিপন্থী। বিবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ কথা বলেন। 

আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি পাওয়ার জন্য আফগানিস্তানে নতুন তালেবান সরকারকে পাকিস্তানের শর্ত পূরণ করতে হবে।এই সিদ্ধান্ত আসবে যৌথভাবে।

পাকিস্তানের প্রধানমন্ত্রী বলেন, আফগানিস্তানকে সন্ত্রাসীদের আস্তানা হিসেবে ব্যবহার করতে দেওয়া উচিত হবে না।এসব সন্ত্রাসী পাকিস্তানের নিরাপত্তাকে হুমকির মুখে ফেলে দিতে পারে।

ইমরান খান আফগানিস্তানের নতুন তালেবান শাসকদের একটি অন্তর্ভুক্তিমূলক সরকার গঠন এবং মানবাধিকারে প্রতি সম্মান জানানোর আহ্বান জানিয়েছেন। 

গত আগস্টের মাঝামাঝি রাষ্ট্রক্ষমতায় আসীন তালেবান সরকার গত সপ্তাহে মাধ্যমিক বিদ্যালয় খোলার ঘোষণা দিলেও মেয়েদের বাদ দিয়ে শুধু ছেলে শিক্ষার্থী ও পুরুষ শিক্ষকদের শিক্ষা কার্যক্রম শুরু করার অনুমতি দিয়েছে। কিন্তু পাকিস্তানের প্রধানমন্ত্রী বিবিসিকে বলেছেন, তিনি বিশ্বাস করেন মেয়েরা শিগগিরই স্কুলে ফিরতে পারবে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে