বুধবার, ২২ সেপ্টেম্বর, ২০২১, ১০:০৮:২৪

বড় ভাইয়ের মেয়ের নামে মামলা করলেন ট্রাম্প

বড় ভাইয়ের মেয়ের নামে মামলা করলেন ট্রাম্প

সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার বড় ভাইয়ের মেয়ের নামে মামলা করেছেন। নিউইয়র্কের ডাচেস কাউন্টির আদালতে ১০০ মিলিয়ন ডলার ক্ষতিপূরণের ওই মামলায় নিউইয়র্ক টাইমস পত্রিকাকেও আসামি করা হয়েছে। মামলার অভিযোগে বলা হয়েছে, নিউইয়র্ক টাইমসের পুলিৎজার পুরস্কারবিজয়ী একটি রিপোর্টে তার ট্যাক্স রিটার্নের গো'পন ন'থিপত্র হাতানোর জন্য একটি প্রতা'রণামূলক ছ'ক এবং তার ভাতিজি মেরি ট্রাম্পের মাধ্যমে ওই ষ'ড়য'ন্ত্র বাস্তবায়ন করার চেষ্টা করা হয়েছে।

২০১৮ সালে নিউইয়র্ক টাইমসে ট্রাম্পের বিভিন্ন প্রতিষ্ঠানের কর সংশ্লিষ্ট জ'টিলতা নিয়ে একটি প্রতি'বেদন প্রকাশিত হয়। এর জে'রেই ট্রাম্প তার ভাতিজি মেরি ট্রাম্প ও নিউইয়র্ক টাইমসের তিন প্রতিবেদকের বিরুদ্ধে মামলা করেছেন। যে প্রতিবেদনটি প্রকাশিত হয়েছিল, সেটির মূল সূত্র হিসেবে ছিলেন ৫৬ বছরের মেরি ট্রাম্প। ২০২০ সালে তার প্রকাশিত স্মৃতিকথায় তিনি ট্রাম্পের বিরুদ্ধে বেশ কিছু অভিযোগ তোলেন, যা যুক্তরাষ্ট্রের সাবেক এই প্রেসিডেন্ট অস্বীকার করেছেন।

গতকাল মঙ্গলবার নিউইয়র্কের একটি আদালতে মামলাটি করেন ট্রাম্প। নিউইয়র্ক টাইমসের প্রতিবেদক সুসান ক্রেইগ, ডেভিড বার্স্টো ও রাসেল বুয়েটনারকে মামলায় আসামি করা হয়েছে। তাদের বিরুদ্ধে অভিযোগ, ভাতিজি মেরির সঙ্গে যোগাযোগ করে এই কাজটি করেছিলেন তারা। 

মামলার বিবরণীতে বলা হয়, নিউইয়র্ক টাইমসের একদল সাংবাদিক ডোনাল্ড জে ট্রাম্পের কর সংশ্লিষ্ট গো'পনীয় ন'থি পাওয়ার চেষ্টা করেছেন। তারা তার ভাতিজি মেরির সঙ্গে যোগাযোগ করে তাকে এই বলে রাজি করেছিলেন যে, তিনি যেন অ্যাটর্নি অফিস থেকে সেসব ন'থি চু'রি করে আনেন।

মেরি ট্রাম্প ডোনাল্ড ট্রাম্পের বড়ভাইয়ের মেয়ে। ট্রাম্পের বড়ভাই ১৯৮১ সালে অতিরিক্ত ম'দ্যপানের কারণে সৃষ্ট জটিলতা থেকে মৃত্যুবরণ করেন। সূত্র: এএফপি।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে