বৃহস্পতিবার, ২৩ সেপ্টেম্বর, ২০২১, ০৪:২১:৩৮

তালেবান নিয়ে বাস্তববাদী হোন : বিশ্ব সম্প্রদায়কে আরও যে বার্তা দিল পাকিস্তান

তালেবান নিয়ে বাস্তববাদী হোন : বিশ্ব সম্প্রদায়কে আরও যে বার্তা দিল পাকিস্তান

আন্তর্জাতিক ডেস্ক : বাস্তববাদী হোন, ধৈর্য দেখান, যুক্ত হোন; সর্বোপরি বিচ্ছিন্ন করবেন না, এগুলোকে তালেবান সরকারের সঙ্গে সম্পৃক্ত হওয়ার পন্থা হিসেবে দেখছে পাকিস্তান। একই সঙ্গে পাকিস্তান সরকার আন্তর্জাতিক সম্প্রদায়কে একটি রোডম্যাপ তৈরির পরামর্শ দিচ্ছে, যা তালেবানকে কূটনৈতিকভাবে স্বীকৃতি দেওয়ার পথ পরিষ্কার করবে।

পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী শাহ মাহমুদ কোরেশি বুধবার দ্য অ্যাসোসিয়েটেড প্রেসকে দেওয়া এক সাক্ষাৎকারে তালেবান নিয়ে বিশ্বের প্রতি এ বার্তা দেন। কোরেশি বলেন, যদি তারা প্রত্যাশা পূরণ করে, তবে তারা গ্রহণযোগ্যতা পাবে, যা স্বীকৃতি পাওয়ার জন্য জরুরি।

‘একই সঙ্গে আন্তর্জাতিক সম্প্রদায়কেও অনুধাবন করতে হবে— বিকল্প কি রয়েছে? এটিই বাস্তবতা, তারা কি বাস্তবতা থেকে দূরে থাকতে পারে?’, যোগ করেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী। কোরেশি বলেন, আন্তর্জাতিক সম্প্রদায়ের মতো পাকিস্তানও চায় শান্তিপূর্ণ ও স্থিতিশীল আফগানিস্তান। যেখানে সন্ত্রাসীদের কোনো পদচারণা থাকবে না এবং তালেবানকে নিশ্চিত করতে হবে যে, আফগানিস্তানের মাটি যেন অন্য কোনো দেশের বিরুদ্ধে ব্যবহার করা না হয়।

পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্র, আন্তর্জাতিক মুদ্রা তহবিল এবং সেসব দেশের প্রতি আহ্বান জানিয়েছেন, যারা আফগানিস্তানের সম্পদ আটকে রেখেছে তারা যেন এসব অর্থ দ্রুত ছাড় করেন। যেন আফগানিস্তানকে ‘স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনতে’ এসব অর্থ ব্যবহার করা যায়। পাকিস্তান তালেবানের সঙ্গে আলোচনার চ্যানেল খোলার ক্ষেত্রে ‘গঠনমূলক ও ইতিবাচক’ ভূমিকা রাখতে সম্পূর্ণ প্রস্তুত রয়েছে।

কোরেশি ধৈর্য ধরার এবং বাস্তবিক হওয়ার পরামর্শ দিয়ে বলেন, আফগানিস্তানকে স্থিতিশীল করার জন্য পূর্বে নেওয়া সব পদক্ষেপ ব্যর্থ হয়েছে। সুতরাং নতুন কোনো পদক্ষেপের মাধ্যমে রাতারাতি কোনো সাফল্যের প্রত্যাশা করবেন না। যুক্তরাষ্ট্র ও তার মিত্ররা ‘দীর্ঘ দুই দশকে তাদের বোঝাতে বা নির্মূল করতে পারেনি, আপনারা কীভাবে দুই মাসে বা দুই বছরের মধ্যে তা করতে পারবেন?’

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে