রবিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২১, ০৯:৫৭:১৬

আঘাত হেনেছে ঘূর্ণিঝড় গুলাব, সরিয়ে নেওয়া হচ্ছে ৭ জেলার লোক

 আঘাত হেনেছে ঘূর্ণিঝড় গুলাব, সরিয়ে নেওয়া হচ্ছে ৭ জেলার লোক

আগের ভয়াবহ ঘূর্ণিঝড় ইয়াসের দাগ সারতে না সারতেই আবারো ভারতের  অন্ধ্র প্রদেশ ও প্রতিবেশী ওড়িশার উপকূলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় গুলাব। আজ রবিবার সন্ধ্যায় দুই প্রদেশের উপকূলীয় এলাকায় ঘূর্ণিঝড়ের অগ্রভাগ আছড়ে পড়ে।

ভারতের আবহাওয়া বিভাগের (আইএমডি) এক টুইট বার্তায় বলেন, ঘূর্ণিঝড় গুলাব আগামী তিন ঘণ্টার মধ্যে ওড়িশার গোপালপুর এবং অন্ধ্রপ্রদেশের কলিঙ্গপত্তমের মধ্যবর্তী উপকূলীয় এলাকা অতিক্রম করবে।

ভারতের আবহাওয়া বিভাগ বলেছে, গুলাবের অগ্রভাগ উপকূলীয় এলাকার স্থলভাগে পৌঁছেছে। আগামী তিন ঘণ্টার মধ্যে কলিঙ্গপত্তম এবং গোপালপুরের উপকূল অতিক্রম করবে। বর্তমানে ঘূর্ণিঝড় গুলাবের কেন্দ্রটি কলিঙ্গপত্তম থেকে প্রায় ২৫ কিলোমিটার উত্তরে অবস্থান করছে।

ভারতের ত্রাণ বিভাগের মহাপরিচালক সত্য নারায়ণ প্রধান বলেছেন, ওড়িশায় জাতীয় দুর্যোগ মোকাবিলা বাহিনীর (এনডিআরএফ) ১৩টি দল এবং অন্ধ্র প্রদেশে পাঁচটি দল মোতায়েন করা হয়েছে। ওড়িশা সরকার ইতোমধ্যে রাজ্যের দক্ষিণাঞ্চলীয় এলাকার সাতটি জেলায় লোকজনকে সরিয়ে নিতে শুরু করেছে।

ঘূর্ণিঝড় গুলাব মোকাবেলায় অন্ধ্রপ্রদেশের প্রস্তুতি জানতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি অন্ধ্র প্রদেশের মুখ্যমন্ত্রী জগনমোহন রেড্ডির সঙ্গে কথা বলেছেন।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে