সোমবার, ২৭ সেপ্টেম্বর, ২০২১, ০৫:৪৯:০৩

তালেবানের নতুন সরকারের সঙ্গে কাজ করার জন্য যে শর্ত দিয়েছেন এরদোগান

তালেবানের নতুন সরকারের সঙ্গে কাজ করার জন্য যে শর্ত দিয়েছেন এরদোগান

আফগানিস্তানের নতুন সরকারের সঙ্গে কাজ করার জন্য তালেবানকে শর্ত দিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যিপ এরদোগান। 

তিনি বলেছেন, তালেবান সরকারের মন্ত্রিসভায় অবশ্যই নারীদের অন্তর্ভুক্ত করতে হবে।  এই অন্তর্ভুক্তির পরই তুরস্ক আফগানিস্তানের নতুন সরকারের সঙ্গে কাজ করবে বলে জানিয়েছেন এরদোগান। 

এছাড়া তালেবান আন্তর্জাতিক মহলে স্বীকৃতি না পেলে তুরস্ক তাদের সঙ্গে কাজ করবে না বলে সাফ জানিয়ে দিয়েছেন এরদোগান। 

এক মার্কিন গণমাধ্যমকে এরদোগান বলেন,  নারীদের প্রতি তুরস্কের মনোভাব সবারই জানা।  সমাজের প্রতিটি ক্ষেত্রেই নারীদের উপস্থিতি রয়েছে। আমাদের মতাদর্শ আফগানিস্তানের ওপর প্রয়োগ করা উচিত। নারীরা বেশি করে কাজ করবে, সমাজের প্রতিটি ক্ষেত্রেই তারা অংশগ্রহণ করবে। স্বাস্থ্য, নিরাপত্তা কিংবা অন্য যেকোনো প্রয়োজনে আমরা তাদের পাশে দাঁড়াব।

তিনি আরও বলেন, যদি তাদের (তালেবান) গ্রহণ করা ও স্বীকৃতি দেওয়া হয় তাহলে আমরা তাদের সঙ্গে কাজ করব। কিন্তু তারা স্বীকৃতি না পেলে তাদের সঙ্গে আমাদের কোনো লেনদেন থাকবে না। 

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে