মঙ্গলবার, ২৮ সেপ্টেম্বর, ২০২১, ০৪:৩৯:২৪

মুসলিমদের আবেদনে রক্ষা পেল মন্দির

মুসলিমদের আবেদনে রক্ষা পেল মন্দির

ভারতের রাজধানী দিল্লিতে অবৈধভাবে একটি হিন্দু মন্দির ভাঙার চেষ্টা চলছিল। আর এ মন্দির বাঁচাতে এলাকার মুসলিমরা এক হয়ে আদালতের শরণাপন্ন হয়েছেন। তাদের আবেদনের ভিত্তিতে, আদালত ওই মন্দির রক্ষার নির্দেশ দিয়েছেন।

ভারতের দিল্লির জামিয়া নগরের নুর নগর এলাকায় ঘটেছে এমন ঘটনা। খবর আনন্দবাজার পত্রিকা ও টাইমস অব ইন্ডিয়ার।

জামিয়া নগর এলাকার ২০৬ নম্বর ওয়ার্ড কমিটির কিছু বাসিন্দা দিল্লি হাইকোর্টে আবেদনে জানান, এলাকার কিছু অসাধু ব্যক্তি ইতোমধ্যে মন্দির চত্বরে থাকা ধর্মশালাটি ভেঙে ফেলেছে। মন্দিরটি ভাঙার জন্য ৮-১০টি মূর্তিও সরিয়ে ফেলা হয়েছে রাতারাতি। এ বার তাদের লক্ষ্য, ১৯৭০ সালে নুর নগরে নির্মিত মন্দিরটি ভেঙে ফেলে সেখানে বহুতল ভবন নির্মাণ করা। 

মন্দিরটি যাতে না ভাঙা হয়, তার জন্য আদালতের হস্তক্ষেপের আর্জি জানিয়েছেন আবেদনকারীরা।

বাসিন্দাদের আবেদনের পর দিন তিনেক আগে দিল্লি হাইকোর্টের বিচারপতি সঞ্জীব সচদেবের বেঞ্চ দিল্লি পুলিশকে নির্দেশ দিয়েছে, কোনো অবৈধ প্রক্রিয়ায় মন্দির চত্বর থেকে যাতে কোনো কিছু উচ্ছেদ না করা হয়। মন্দিরটিও যেন অক্ষত অবস্থায় থাকে। একই সঙ্গে এলাকায় যাতে শান্তি ও শৃঙ্খলা বজায় থাকে, পুলিশকে তা দেখতেও নির্দেশ দেওয়া হয়েছে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে