মঙ্গলবার, ১২ জানুয়ারী, ২০১৬, ১২:৪২:১০

সেই মুসলিম নারীর কাছে ক্ষমা চাইতে হবে ট্রাম্পকে!

সেই মুসলিম নারীর কাছে ক্ষমা চাইতে হবে ট্রাম্পকে!

আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্রের রিপাবলিকান দলের রাষ্ট্রপতি প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের সমাবেশ থেকে এক মুসলিম নারীকে বের করে দেয়ার পর তার কাছে ট্রাম্পকে ব্যক্তিগতভাবে ক্ষমা চাইতে হবে বলে জানিয়েছে দেশটির একটি মুসলিম সংগঠন।
 
দ্য কাউন্সিল অন অ্যামেরিকান-ইসলামিক রিলেশন মনে করে সমাবেশ থেকে রোজ হামিদ নামের সেই নারীকে বের করে দেয়ার ঘটনা যুক্তরাষ্ট্রে বসবাসকারী মুসলমান সমাজকে একটি 'কঠোর বার্তা' দেয়। এই রুপ ব্যবহার মতেও কাম্য নয়। একারণে ট্রাম্পকে ওই নারীর কাছে ক্ষমা চাওয়ার আহ্বান জানিয়েছে সংগঠনটি। টি-শার্ট ও হিজাব পরিহিতা সেই নারী  নীরবে দাঁড়িয়ে থেকে ট্রাম্পের বক্তব্যের প্রতিবাদ করেন। তার টি-শার্টে লেখা ছিলো "Salam, I come in peace"
 
৫৬ বছর বয়সী ওই বিমানবালা ট্রাম্পের সমাবেশে গেলে উপস্থিত রিপাবলিকান সমর্থকরা স্লোগান দেয়া শুরু করে। এসময় একজন নিরাপত্তা কর্মকর্তা তাকে সমাবেশস্থল ত্যাগ করতে বলেন। বাইরে বের হওয়ার সময় ট্রাম্পের সমর্থকরা দুয়োধ্বনি দেয় তাকে।
 
বিভিন্ন সময় মুসলিম বিদ্বেষী মন্তব্য করে তীব্র সমালোচনার মুখে পড়েছেন ট্রাম্প। হোয়াইট হাউজ, পেন্টাগনসহ যুক্তরাষ্ট্রের অনেক বিশিষ্টজন তার বক্তব্যের প্রতিবাদ করেছেন। এ নিয়ে যুক্তরাজ্যে ট্রাম্পের প্রবেশ নিষিদ্ধ করারও দাবি উঠেছিল।
১২ জানুয়ারি,২০১৬/এমটিনিউজ/এসএস/এসবি

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে