শনিবার, ১৬ অক্টোবর, ২০২১, ১২:১১:০০

পরিবারে কন্যা সন্তানের জন্ম, খুশিতে অতিরিক্ত পেট্রোল দিচ্ছে পাম্প মালিক

 পরিবারে কন্যা সন্তানের জন্ম, খুশিতে অতিরিক্ত পেট্রোল দিচ্ছে পাম্প মালিক

একেবারে উল্টো ঘটনা, সাধারণত কোন পরিবারে পুত্রসন্তান এলে সকলে খুশি হয় কিন্তু এবার ঘটেছে অন্য ঘটনা।  ভারতের মধ্যপ্রদেশের বেতুলে একটি পরিবারে কন্যা সন্তান জন্ম নিলে খুশিতে এমন কাণ্ড করেছে, যা সামাজিক যোগাযোগমাধ্যমে রীতিমতো ঝড় তুলেছে।

দেশটিতে পেট্রোল এবং ডিজেলের ক্রমবর্ধমান মূল্যবৃদ্ধির মধ্যেই বেতুলের ওই পরিবারটির পেট্রোল পাম্প অপারেটর ৫ শতাংশ থেকে ১০ শতাংশ অতিরিক্ত পেট্রোল দিচ্ছে। এর কারণ উৎসব নয় বরং পরিবারে কন্যা সন্তানের জন্ম।

পরিবারটি জানায়, নতুন সদস্য হিসেবে কন্যাসন্তান এসেছে এবং এই নতুন অতিথিকে স্বাগত জানাতে, তারা খুশিতে পেট্রোল পাম্পে আসা গ্রাহকদের অতিরিক্ত পেট্রল দিচ্ছেন।

বেতুলের রাজেন্দ্র সায়ানীর ভাতিজি শিখা গত ৯ অক্টোবর একটি কন্যা সন্তানের জন্ম দেন। কন্যার জন্মের সময়, সায়ানী পরিবারের আনন্দের সীমা ছিল না। কন্যাসন্তানের জন্মকে স্মরণীয় করে রাখতে সায়ানী পরিবার তাদের পেট্রল পাম্পে ১৩ অক্টোবর থেকে ১৫ অক্টোবর গ্রাহকদের অতিরিক্ত পেট্রোল দেয়।

পেট্রোল পাম্পের অপারেটর রাজেন্দ্র সায়ানি বলেন, আমরা ছেলের জন্ম উদযাপন করি কিন্তু আমার ভাই মেয়ে কন্যাসন্তান পেয়েছে, এ বিষয়ে আমরা গ্রাহকদের সঙ্গে নিজেদের আনন্দ ভাগ করে নিয়েছি এবং তিনদিনের জন্য প্রতিদিন কয়েক ঘণ্টা যারা পেট্রোল কিনবেন, তাদের অতিরিক্ত জ্বালানি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি। সূত্র: আজতাক

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে