মঙ্গলবার, ১২ জানুয়ারী, ২০১৬, ১১:১১:৪৮

সৌদি আরবে গোয়েন্দা কেন্দ্রে হামলা

সৌদি আরবে গোয়েন্দা কেন্দ্রে হামলা

আন্তর্জাতিক ডেস্ক : সৌদি আরবের পূর্বাঞ্চলীয় কাতিফ শহরের গোয়েন্দা কেন্দ্রে হামলা করেছে দুষ্কৃতিবারীরা। সেই ভিডিও বিভিন্ন সামাজিক যোগাযোগের মাধ্যমে ছড়িয়ে পড়েছে। কাতিফের বিশিষ্ট শিয়া আলেম আয়াতুল্লাহ শেখ নিমর আন-নিমরের শিরশ্ছেদের পর ওই এলাকায় বড় ধরনের হামলার আশঙ্কা করা হয়েছিল।

কাতিফে হামলার বিষয়ে সামাজিক যোগাযোগের মাধ্যমে গত ৯ জানুয়ারির একটি ভিডিও সোমবার ছড়িয়ে পড়েছে তাতে দেখা যাচ্ছে- মুখোশ পরা কয়েক ব্যক্তি কাতিফের গোয়েন্দা ভবনে পেট্রোল বোমা ছুঁড়ে মারছে। সৌদি আরবের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক মুখপাত্র এ হামলার কথা নিশ্চিত করেছে। তিনি বলেছেন, সেখানে একদল সন্ত্রাসী ককটেল দিয়ে ব্যর্থ হামলা চালিয়েছে। তিনি দাবি করেন, হামলাকারীদের একজনকে আটক করা হয়েছে।

ভিডিওতে দেখা যাচ্ছে, মুখোশ পরা ব্যক্তিরা আগুনে বোমা ছুঁড়ে মারছে এবং গোয়েন্দা কমপ্লেক্সের চত্বরে তা বিস্ফোরিত হচ্ছে। এতে পাশের একটি গাছে আগুন ধরে যায়। ভিডিওতে এক ব্যক্তি বলছে, শেখ নিমরকে শিরশ্ছেদ করার প্রতিশোধ হিসেবে শিয়া তরুণরা এ হামলা চালালো। এর সপ্তাহ খানেক আগে সৌদি আরবের সবচেয়ে বড় তেল কোম্পানি আরামকো’র একটি বাসে আগুন ধরিয়ে দিয়েছিল প্রতিবাদকারীরা। তবে ওই হামলায় কেউ হতাহত হয় নি। কাতিফ হচ্ছে শিয়া মুসলমান অধ্যুষিত একটি শহর।
১২ জানুয়ারি ২০১৬/এমটিনিউজ২৪/সৈকত/এমএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে